আজ রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ০২:২২ অপরাহ্ণ
মৌলভীবাজারে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে এন্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা: নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধে এখনই সময় এই প্রতিপাদ্যে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্ভর) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে ইপিআই ভবন মিলনায়তনে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ (১৮ নভেম্বর-২৪ নভেম্বর) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে বর্নাঢ্য র‌্যালী সিভিল সার্জন কার্যালয়ের অফিস প্রাঙ্গণ হতে শুরু হয়ে জেলা ইপিআই ভবন প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথের পরিচালনায় মূল প্রবন্ধন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন) ডাঃ মুরাদে আলম।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বর্নালী দাশ। বক্তব্য রাখেন জেলা ড্রাগ সুপার মেহেদী হাসান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
সভায় জেলার সরকারি কর্মকর্তা, দপ্তর প্রধান, প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ মৌলভীবাজার নাসিং ইনষ্টিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।