প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ২:২৬ অপরাহ্ণ
বাঘায় চতুর্থ, গার্ল গাইডস্ ক্যাম্প অনুষ্ঠিত
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধি
“আত্ম উন্নয়নে সেবা ও নেতৃত্ব বিকাশে গার্ল গাইডিং” এ শ্লোগান সামনে রেখে রাজশাহীর বাঘায় চতুর্থ, গার্ল গাইডস্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর ২৪) রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশন এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান বাবুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের উপদেষ্টা শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, রাজশাহী জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশন আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা, রাজশাহী জেলা কশিশনার সাবরিনা শারমিন বনি প্রমুখ। উপস্থিত ছিলেন, আঞ্চলিক গার্ল গাইডস্ এসোসিয়েশনের ট্রেনার তানজীম বিনতে হান্নান, দিল মনোয়ারা পারভীনসহ শিক্ষক-শিক্ষার্থী ।
এতে উপজেলার ৫৫ টি বিদ্যালয়ের ৩৪০ জন অংশ গ্রহন করেন উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের স্থানীয় কমিশনার এলিজা কায়েসের সার্বিক তত্বাবধানে দেশ ও জাতির স্বার্থে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয়ে উপজেলার ৫৫টি বিদ্যালয়ের ৩৪০জন গার্ল গাইডস সদস্যরা অংশ গ্রহণ করে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে। সকাল ৮ টায় জাতীয় ও গার্ল গাইডস এর পতাকা উত্তোলনের মধ্যে কর্মসূচী শুরু হয়। মধ্যাহৃ ভোজের পরে দ্বিতীয় অধিবেশনে মশার প্রজ্বলনের মধ্যে দিয়ে নাচ-গান,আবৃত্তি,অতিথিদের বক্তব্য ও উপহার সামগ্রী বিতরণের মধ্য অনুষ্ঠান শেষ হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.