প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১:২৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের শুভ উদ্বোধন
সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজারে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) আয়োজনে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভার শহরের ১নং ওয়ার্ডস্থ সৈয়ারপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে ৯ দিনব্যাপী বিভিন্ন মন্দিরে নিযুক্ত ২৫ জন সেবাইতকে দেয়া প্রশিক্ষণের প্রকল্প পরিচালক প্রনতী রানী দাশের (অনলাইনে যুক্ত হয়ে) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) সিলেট জেলা কার্যালয়ের নিযুক্ত জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শ্রী অনির্বাণ পাল চৌধুরীর সঞ্চালনায় এবং জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শ্রী শুভ পালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী সিনিয়র কমিশনার (নেজারত শাখা) রতন কুমার অধিকারী, মশিগশি মৌলভীবাজারের সহকারী প্রকল্প পরিচালক সুবাস চন্দ্র সরকার, সৈয়ারপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী চন্দন রায়, দৈনিক ডেসটিনি মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক।
উল্লেখ্য, ৯ দিনব্যাপী ৩টি বিষয়ে প্রশিক্ষণে সেবাইতরা সামাজিক মূল্যবোধ, বাল্যবিবাহ ও যৌতুকের কুফল, ইভটিজিং, নারী নির্যাতন, নারী-পুরুষ বৈষম্য, সার্বজনীন মানবাধিকার, শিশু অধিকার, ন্যায়বিচার, মাদকের কুফল ও করনীয়, পশু পালন, মৎস্য চাষ, গবাদি পশুর টীকা, রোগের লক্ষণ, মৎস্য চাষ পদ্ধতি, ফসল চাষ, ফল চাষ, শাক-সবজি চাষ, ফুল চাষ, মৌমাছি পালন ও কৃষি জমি পরিমাপ সম্পর্কে জানতে পারবেন। প্রশিক্ষণের প্রতিদিন সংশ্লিষ্ট বিষয়ে জেলায় কর্মরত কর্মকর্তাগণ অধিবেশন পরিচালনা করবেন।
প্রশিক্ষক শ্রী পংকজ ভট্টাচার্য্যের প্রশিক্ষণ ক্লাসের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথিদের আপ্যায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.