প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১:৩০ অপরাহ্ণ
প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে:দানবীর ড.সৈয়দ রাগীব আলী
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার টক (২০ নভেম্বর) বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী ১ এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কী-নোট স্পীকার হিসেবে ' Employer of choich' এবং ' Prepare yourself for a great career' বিষয়ে আলোকপাত করেন ব্র্যাক ব্যাংকের হেড অব হিউমেন রিসোর্সেস আক্তারুদ্দিন মাহমুদ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। বর্তমান যুব সমাজ সঠিক দিক নির্দেশনা পেলে এবং তরুণদের মেধাকে কাজে লাগানোর সুযোগ করে দিলে সমাজ ও দেশ উন্নতি লাভ করবে। ব্যাংকিং সেক্টর বিভিন্নভাবে কলুষিত হয়ে আজ ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে। অথচ এই সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য বর্তমান তরুণ শিক্ষার্থীদের আগ্রহ বেশি। তাই আমাদেরকে সম্মিলিতভাবে ব্যাংকিং খাতকে দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হবে এবং মানবিক জ্ঞান, নৈতিকতা ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।
কি-নোট স্পীকারের বক্তব্যে ব্র্যাক ব্যাংকের হেড অব হিউমেন রিসোর্সেস আক্তারুদ্দিন মাহমুদ বলেন, শুধু পড়াশোনায় ভালো হলেই ক্যারিয়ারে সফল হওয়া যায় না। এজন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও সুন্দর ব্যবস্থাপনা। বিষণ্ণ ও হতাশ মানুষ কখনো জীবনে বা কর্মক্ষেত্রে সফল হয় না এবং জীবনে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। জীবনে সফল হতে প্রয়োজন আত্ম-বিশ্বাস। যোগ্য নাগরিক হতে শুধু চাকুরি যেন মুখ্য না হয়, বরং নিজের পরিকল্পনায় নিজেকে সাজাতে হবে। তিনি আরো বলেন, সময় ব্যবস্থাপনা জীবনের মোড় ঘুড়িয়ে দিতে পারে, যদি সঠিকভাবে তা প্রয়োগ করা হয়। অন্যের সাথে তুলনা না করে নিজের মন কি হতে চায় সেটাই ক্যারিয়ার হিসেবে বেছে নিতে হবে। সুনির্দিষ্ট আবেদনপত্রের সাথে সিভিতে সুন্দর একটি ছবি সংযোগ করা এবং পড়াশোনার পাশাপাশি যেসকল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত তা সুস্পষ্ট উল্লেখ করতে পারলে নিয়োগে প্রাথমিক বাছাইয়ে এগিয়ে থাকা যায়। তাই উন্নত সিজিপিএ এর পাশাপাশি এসব বিষয়েও নিজেকে সম্পৃক্ত করে সফল ক্যারিয়ারের জন্য প্রস্তুত হতে হবে। মনে রাখতে হবে শিখনের শেষ নেই, যেকোন সময় যে কারুর কাছ থেকে নতুন কিছু শিখার মানসিকতা রাখতে হবে, দৃঢ়তার সাথে লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে গেলে সফলতা একদিন না একদিন আসবেই।
এসময় বক্তব্য ব্র্যাক ব্যাংক সিলেট অক্ষলের রিজিউনাল হেড রেজাউর রহমান উল্লেখ করেন ব্র্যাক ব্যাংকে সিলেটের বিভিন্ন শাখায় গত দুই বছরে ৩০ জনেরও বেশি লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী চাকরির সুযোগ পেয়েছেন এবং দক্ষতার সাথে কর্মরত আছেন।
প্রশ্নত্তোরপর্বে ব্র্যাক ব্যাংক দক্ষিণ সুরমা শাখার ম্যানেজার লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী সফিউদ্দিন চৌধুরীর প্রস্তাবে আগামীতে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য সিলেটে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন শাখায় ইন্টারশীপ করার সুযোগ প্রদানে সম্মতি প্রদান করেন হেড অব হিউমেন রিসোর্সেস। এসময় টেলেন্ট অ্যাকিউজিশন এন্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যাসোসিয়েট ম্যানেজার রকিব মোস্তাক, ব্র্যাক ব্যাংক সিলেটের ক্লাস্টার হেড মো. সাফায়াত হুসেইন এবং বিয়ানিবাজার শাখার ম্যানেজার রইস উদ্দিন এবং সিলেট অঞ্চলের ইউনিভার্সেল অফিসার হিমাদ্রি পুরকায়স্থ উপস্থিত ছিলেন।
লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
ইংরেজি বিভাগের শিক্ষক উম্মে কুলসুম মিলির সঞ্চালনায় এতে আরো বক্তব্য প্রদান করেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম.এস. রহমান পীর এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.