প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:৫৫ পূর্বাহ্ণ
নাগরপুর বাজার বণিক সমিতি নির্বাচন: সভাপতি-সাংবাদিক বকুল,সেক্রেটারী গোলাম মোস্তোফ
এম এ মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
দীর্ঘ দিন পর টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে শান্তিপূর্ণ ভাবে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সাংবাদিক আক্তারুজ্জামান বকুল সভাপতি ও গোলাম মোস্তফা গোলাম সাধারন সম্পাদক হিসেবে বিজয়ী হন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাজার ব্যবসায়ীরা এ নির্বাচনের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের উপস্থিতে ব্যবসায়ীরা ¯িøপের মাধ্যমে তাদের পছন্দের সভাপতি ও সম্পাদক কে ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে ৮ জন ও সাধারন সম্পাদক পদে ৮ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সভাপতি প্রার্থী আক্তারুজ্জামান বকুল ১শত ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বজলুর রহমান মিন্টু ১শত ৬৪ ভোট ও মো. শহিদুর রহমান শহিদ ৭৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে ২শত ৪ ভোট পেয়ে গোলাম মোস্তফা গোলাম বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী মোশারফ হোসেন মুসা ২শত ১ ভোট পেয়ে সহ-সাধারন সম্পাদক নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার আরাফত মোহাম্মদ নোমান এ ফলাফল ঘোষনা করেন। এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.