প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:৫৬ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে রব্বানী চৌধুরীর “ছড়ায় শিখি নীতি” গ্রন্থের পাঠ-পরিচয় এর শুভ অনু্ষ্ঠান উদযাপিত
সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজারে উদযাপিত হলো বিশ্বে সর্বাধিক ছড়াগ্রন্থ প্রনেতা বৃটেন প্রবাসী রব্বানী চৌধুরীর "ছড়ায় শিখি নীতি" ছড়াগ্রন্থের পাঠ-পরিচয় এর শুভ অনু্ষ্ঠান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলা সভাপতি কবি মায়া ওয়াহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মনসুর আলমগীর।
বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থের লেখক রব্বানী চৌধুরী সহ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন নাট্যজন খালেদ চৌধুরী, সাংবাদিক সরওয়ার আহমদ, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, সাংবাদিক নরুল ইসলাম শেফুল, সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, কবি অসিত দেব, দীপ্ত নিউজ পোর্টাল সম্পাদক দুরুদ আহমদ, অধ্যাপক হিরন্ময় দেব, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, ধীরাজ ভট্টাচার্য, সেলিম সৈয়দ, অসিম চন্দ্র পাল, পুলক কান্তি ধর প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.