আজ মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শীতবস্ত্র বিতরণ

editor
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪, ০২:১৪ অপরাহ্ণ
ফুলছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শীতবস্ত্র বিতরণ

Sharing is caring!

রাজু সরকার, গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশের ঋতুতে এখন হেমন্তকাল চললেও উত্তরের জেলাগুলোতে শীতের পদধ্বনি পরিলক্ষিত হচ্ছে। উত্তরাঞ্চলে শীতকালে প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিদ্যালয়গামী শিশুরা কষ্টভোগ করে। দরিদ্র শিশুদের কষ্টের কথা মাথায় রেখে গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) উপজেলার কঞ্চিপাড়া ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (টিশার্ট) বিতরণ করেন, গাইবান্ধা জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মরহুম ওয়াহেদ বিশ্বাস বাবুর ছেলে  ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার আখতার বলেন, ‘শীতের এ আবহাওয়ার সময় প্রাথমিক বিদ্যালয়গামী শিশুরা অনেক কষ্ট পেয়ে থাকে। বিশেষ করে দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি হয়।

তাই শীতের সময় সমাজের বৃত্তবানদের এবিষয়ে এগিয়ে আসা দরকার। শীতবস্ত্র বিতরণকালে পস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সফিউল করিম দোলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম সোলায়মান শহীদ,  উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জোহা লুডু, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন লেবু, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন, কঞ্চিপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মফিজল হক রনি, সদস্য সচিব তুলন বিশ্বাস, সদস্য ইলিয়াস হোসাইন, কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম হোসেন প্রমুখ