প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১০:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৬:৫৫ পূর্বাহ্ণ
আইনজীবী হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল
.লিমন আহমেদ,রাবি প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত চিন্ময় দাসের শাস্তি ও উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিদ্ধিরগঞ্জ পুলের সামনে গিয়ে শেষ হয় সমাবেশ। এরপর একটি মশাল মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা।
মিছিলে তারা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার ইমন আহমেদ বলেন, আমরা এমন একসময়ে এখানে দাঁড়িয়েছি যেই সময় বাংলাদেশে একটি সিনেমা চালানোর চেষ্টা চলছে। সেই সিনেমার নাম সাম্প্রদায়িক উসকানি ও লাশের রাজনীতি।
সমন্বয়ক মেহেরাব হোসেন প্রভাত বলেন, গতকাল তারা যে ঘটনা ঘটিয়েছে এই ধরনের ঘটনা বাংলাদেশের জন্যে অত্যন্ত ন্যক্কারজনক একটি ঘটনা। এটি রাষ্ট্রদোহিতার শামিল। একটি গণ-অভ্যুত্থানের পর যখন আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, সংস্কারের চেষ্টা চলছে, ঠিক এমন সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীর ওপর এমন ন্যক্কারজনক হামলা এবং হত্যা করা গণ-অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক।
তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় যে সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে ঘাটি গেঁড়ে বসেছে তাদের সেই ঘাঁটি উপড়ে ফেলতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে এই হত্যার বিচার দাবি করছি। পাশাপাশি ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করতে হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.