মাহমুদুন্নবী, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুর উপজেলায় "অর্থনৈতিক শুমারির ২০২৪ "মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গতকাল বুধবার (২৭ নভেম্বর)। ফল প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকদের কাছ থেকে আবেদন আহবান করা হলেও তার মূল্যায়ন করা হয়নি। মৌখিক পরীক্ষার ফলাফল উপেক্ষা করে নিজ ইচ্ছে মতো নাম বসিয়ে ফলাফল প্রকাশ করেছেন ইউএনও। মৌখিক পরীক্ষার প্রকাশিত ফলাফলের তালিকায় নাম রয়েছে মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তির বয়স সীমার ঊর্ধ্বে ও অপ্রাপ্তবয়স্কদের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ করার অভিযোগ উঠেছে।
নিয়োগের জন্য নির্বাচিতদের মধ্যে গণনাকারি পদে খাজুর ইউনিয়নে রোল নং ৫০ আরিফুল ইসলাম আরিফ ইউনিয়ন ছাত্রলীগের সহ—সভাপতি (কমিটিতে ক্রমিক নং ৬), রোল নং ৩৩ সুজন রাহমান উপ—দপ্তর সম্পাদক (ক্রমিক নং ২১), রোল নং ৫৬ মোস্তাকিন রহমান কর্যনির্বাহী সদস্য (ক্রমিক নং ১৭) ও রোল নং ১৩ লিটন হোসেন কার্যনির্বাহী সদস্য (ক্রমিক নং ১৮)।
সফাপুর ইউনিয়নে নিয়োগের জন্য নির্বাচিত রোল নং ৪০ শরিফুল ইসলাম ইউনিয়ন ছাত্রলীগের নেতা এবং বেসরকারি সংস্থা আশাতে কর্মরত, রোল নং ৩৬ সানজিদা আকতার সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী শেখের মেয়ে, রোল নং ১২, শাহীন আলম সফাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পাহাড়পুর জিতেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী, রোল নং ৬০ সালমান শাহ সফাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ছেলে, রোল নং ৬৩ আব্দুর রহিম ছাত্রলীগের কর্মী।
হাতুড় ইউনিয়নে নির্বাচিতদের মধ্যে রোল নং ২৬ মুনমুন আকতার হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মোশাররফ হোসেনের মেয়ে, রোল নং ৪ কুলসুম বেগম এই মোশাররফ হোসেনের বোন, রোল নং ৩ আলতা বানু হাতুড় ইউনিয়নের ১নং ওয়ার্ড যুব মহিলা লীগের আহ্বায়ক তার বয়সও বেশি। রোল নং ১৭ খুশি আরা বেসরকারি সংস্থা আশার শিক্ষা সেবিকা পদে কর্মরত, তার স্বামী আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদারের সুপারিশে নিরাপত্তাকর্মীর চাকরি পেয়েছেন।
রাইগাঁ ইউনিয়নে সুপারভাইজার পদে নির্বাচিত রোল নং ৩ ইব্রাহীম হোসেন ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান কাছে জানতে চাইলে তিনি বলেন, মেধার ভিত্তিতে নির্বাচন করে ফলাফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় শুধু নাম জিজ্ঞেস করে কিভাবে মেধা যাচাই করলেন এমন প্রশ্নে উপজেলা নির্বাহী অফিসার উত্তর না দিয়ে এর সত্যতা জানতে চান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.