প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৫:৩২ অপরাহ্ণ
বাঘায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজালকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
দোয়েল, বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজাল (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি উপজেলার নওটিকা গ্রামের মৃত তছির উদ্দিন সরকারের ৩ নং পুত্র ।
বীর মুক্তিযোদ্ধা আবু আফজাল একজন ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ২.৩০ মিনিটের সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে তিনি ডায়বেটিস ও কিটনি সমস্যা জনিত ব্যধিতে ভুগছিলেন।
শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ৩ টায় পীরগাছা উচ্চ বিউচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ জিন্নাত আলী,বাজু বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড: ফিরোজ আহমেদ রঞ্জু,উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জনাব আলী, অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জান সরকার, নওটিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুজ্জামান টুটল, বাজু বাঘা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ ওয়াজেদ আলী,বাঘা-থনা পুলিশ প্রমুখ । মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু আফজাল এর শোকাহত পরিবারের প্রতি বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি,শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সমবেদনা জানিয়েছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.