আজ শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কমলগঞ্জে যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক যুব সম্মেলন অনুষ্ঠিত

editor
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ণ
কমলগঞ্জে যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক যুব সম্মেলন অনুষ্ঠিত

Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক যুব সম্মেলন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় কমলগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে যুব কল্যাণ পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার পরিচালক এড. কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
যুব কল্যাণ পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখা আয়োজিত যুব সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যুব কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা সেক্রেটারী মোর্শেদ আহমদ চৌধুরী, জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা আমীর মোঃ মাসুক মিয়া, নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর।
এসময় সংগঠনের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিটের দায়িত্বশীল কর্মী, সহযোগী ও সূধী শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
পরে মনোজ্ঞ ইসলামি সংগীত পরিবেশন করে কমলগঞ্জের জলপ্রপাত শিল্পীগোষ্ঠী।