প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ৩:২৫ অপরাহ্ণ
বর্ণিল আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী
উৎফল বড়ুয়া
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের বর্ণিল আয়োজনে বাবৌযুপ এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী, শিশু কিশোর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ফ্যামেলি নাইট শুক্রবার ২৯ নভেম্বর দিনব্যাপি ভিন্ন ভিন্ন অনুষ্ঠানমালায় শেষ হয়েছে।
প্রথমবারের মতো রাজধানী ঢাকার বেইলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের'পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স' অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা সভাপতি মানিক রতন চাকমা, মূল পর্ব পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু।
এতে প্রধান অতিথি ছিলেন- অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা মি.সুপ্রদীপ চাকমা।
এ বর্ণিল আয়োজনে অতিথি ও শুভার্থী হিসেবে উপস্থিত ছিলেন-WBFC'র প্রেসিডেন্ট থাইল্যান্ড থেকে আগত ড. ওয়ানারাত বুরানাসিথিপর্ণ।
জনপ্রিয় ঔপন্যাসিক ২১শে পদকপ্রাপ্ত হরিশংকর জলদাস, জনপ্রিয় সাহিত্যিক ২১ পদকপ্রাপ্ত সুব্রত বড়ুয়া, পুবালী ব্যাংকের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ডাঃ এম কে সরকার।
আরো উপস্থিত ছিলেন সাহিত্যিক-অধ্যক্ষ শিমুল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড ও সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, অলক বড়ুয়া, সুরমা চাকমা, বান্দরবান অঞ্চলের সভাপতি সুচিত্রা তঞ্চংঙ্গা ও সাধারণ সম্পাদক হিতোষময় বড়ুয়া সহ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ২৭ শাখা ও অঞ্চলের বৌদ্ধ যুব পরিষদের নেতৃবৃন্দ। বাংলাদেশ বুড্ডিষ্ট ফেডারেশন এ্য সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী,বুড্ডিষ্ট ফেডারেশন-মহিলা শাখার সভাপতি-ডাঃ দীপি বড়ুয়া সহ মান্যবর অতিথি বৃন্দ ও বিভিন্ন অঞ্চল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপি অনুষ্ঠানমালায় আগত অতিথি ও অংশ গ্রহণকারীদের জন্য পর্বে পর্বে টিফিন পরিবেশন, ইস্পাহানি টি লিমিটেড এর পক্ষ থেকে ফ্রি চা ও বিস্কুট পরিবেশন ও প্রীতিভোজের ব্যবস্থা করা হয়। সভা শেষে দেশ খ্যাত সংগীতজ্ঞদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বিভিন্ন অঞ্চল, উপজেলা শাখার অনেক প্রতিনিধি অংশ গ্রহণ করেন। এ উপলক্ষে একটি সংগঠনের মুখপত্র 'সাম্য-২০২৪' প্রকাশিত হয়।
সকালের সেশনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনের জন্য তিনটি সেমিনার আয়োজন করা হয়:
* উচ্চ শিক্ষা বিষয়ে দিক নির্দেশনা বিষয়ক সেমিনার এ মেন্টর হিসাবে উপস্থিত ছিলেন - ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই.বি.এস. এর চেয়ারপার্সন প্রফেসর ড. সুবর্ণ বড়ুয়া,
* ভবিষ্যত পেশা নির্ধারণে দিক নির্দেশনা বিষয়ক সেমিনারে মেন্টর হিসেবে ছিলেন IEB-Civil এর চেয়ারম্যান সৌমিত্র কুমার মুৎসুদ্দি।
* উদ্যোক্তা হবার দিকনির্দেশনা বিষয়ক সেমিনারে মেন্টর হিসেবে ছিলেন সুলভ চৌধুরী ও বিসিক এর প্রধান প্রকৌশলী ও প্রশিক্ষন কেন্দ্রের প্রিন্সিপাল শফিকুল ইসলাম।
বর্ণিল আয়োজনে অনুষ্ঠান সফল করার জন্য যারা অর্থ, শ্রম, মেধা ও বিজ্ঞাপন দিয়ে এই আয়োজনে সহযোগিতা করেছেন উদযাপন কমিটির আহবায়ক সজীব বড়ুয়া সাজু ও সদস্য সচিব সুজন বড়ুয়া উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.