আজ বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নাগরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচীসহ আহত ২

editor
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ০৪:০৯ অপরাহ্ণ
নাগরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচীসহ আহত ২

Sharing is caring!

এম এ মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে পূর্বশত্রুতার জের ধরে ভাতিজার লাঠির আঘাতে চাচী মনোয়ারা বেগম (৪৭) আহত হয়েছে।
রোববার (১০ নভেম্বর) বিকেলে নাগরপুর সদর ইউনিয়নের কাশাদহ গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত মনোয়ারা বেগম কাশাদহ গ্রামের তোফায়েল আহাম্মেদ তুলার স্ত্রী। এ ব্যাপারে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার বিকালে বাড়ির উঠানে মুরগি যাওয়া কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় মনোয়ারা বেগমের ভাসুর মো. রফিকুল ইসলাম বুদ্দু মিয়া ও তার ছেলেদের সাথে। এক পর্যায়ে রফিকুল তার ছেলেরা মনোয়ারা বেগমের উপর হামলা করে। হামলায় মনোয়ারা বেগম ও তার মেয়ে শারমিন আক্তার আহত হয়। প্রতিবেশীরা তাদেরকে উদ্বার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। মনোয়ারা বেগমের বাম হাত ভেঙ্গে যাওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিৎকসার জন্য তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করে।
আহত মনোয়ারার স্বামী তোফায়েল আহাম্মেদ তুলা বলেন, সে দিন আমি বাড়ী ছিলাম না। আমার স্ত্রী ও মেয়ে বাড়ীতে ছিলো। আমার বড় ভাইয়ের সাথে আমাদের পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই দিন বিকালে আমার বড় ভাই ও তার ছেলেরা মিলে আমার স্ত্রী ও মেয়েকে মারধর করে। আমার স্ত্রীর বাম হাতের হাড় ভেঙ্গে যায়।
তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ ফিরোজ আহাম্মেদ বলেন, মনোয়ারা বেগম এর অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক মামলা রজু করা হয়েছে। মামলায় দুই জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।