আজ বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিবগঞ্জে মানসম্মত দ্বীনি ও আধুনিক শিক্ষায় ভূমিকা রাখছে ইসলাহুল উম্মাহ মাদরাসা

editor
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ০৬:৫২ অপরাহ্ণ
শিবগঞ্জে মানসম্মত দ্বীনি ও আধুনিক শিক্ষায় ভূমিকা রাখছে ইসলাহুল উম্মাহ মাদরাসা

Oplus_131072

Sharing is caring!

রবিউল ইসলাম রাব্বি,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে হিফজ ও সাধারণ শিক্ষার সমন্বয়ে মুসলিম শিক্ষার্থীদের মধ্যে আদর্শ  ইসলামিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখেছে ইসলাহুল উম্মাহ মাদরাসা।
ইসলামি জ্ঞান বিতরণের পাশাপাশি ইসলাহুল উম্মাহ মহিলা শাখা ও রাইট স্কুলের মাধ্যমের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে এ মাদরাসার অবদান অনস্বীকার্য।
বিগত নয় বছর পূর্বে ১৮জন শিক্ষার্থী নিয়ে শিবগঞ্জের আমতলীতে প্রতিষ্ঠা হওয়া মাদ্রাসাটি কালের বিবর্তনে পত্র-পল্লবে সুশোভিত হয়ে বিরাট মহীরূহে পরিণত হয়েছে। বর্তমানে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ৬১৭জন এবং শিক্ষক রয়েছে ৩৪জন। আবাসিক ও অনাবাসিক দুই ভাবেই পড়া যায় এ প্রতিষ্ঠানে।
সঠিক পরিচালনা, সর্বাধিক ক্লাস, সর্বোচ্চ যত্ন, দক্ষ শিক্ষক মন্ডলী ও মানসম্পন্ন দ্বীনি শিক্ষার জন্য জাতীয় পর্যায়েও সফলতা পেয়েছে এ প্রতিষ্ঠানটি। পাশাপাশি শিবগঞ্জের মধ্যে এ মাদরাসাটি সর্ব বৃহৎ ইসলামিক ও জেনারেল শিক্ষা সমন্বিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিভিন্ন সময়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফজ প্রতিযোগীতায় এ প্রতিষ্ঠান প্রথম স্থান অর্জন করেছে। জাতীয় পর্যায়ে ডিওডি বিডি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সমগ্র বাংলাদেশের মধ্যে হয়েছে ২১তম।
বুধবার (৪ ঠা ডিসেম্বর) বিকেলে সরেজমিনে মাদরাসাটিতে গেলে দেখা যায়, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানের জন্য পর্যাপ্ত ক্লাসরুম, আবাসন ব্যবস্থা ও মনোরম পরিবেশ রয়েছে। ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি  মাদরাসার প্রবল আগ্রহ পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহ পরিলক্ষিত হয়েছে। এছাড়াও দেখা যায়, ২০২৪ সালে সাদিয়া, মারুফা ও নুসরাত জাহান ২০২৩ সালে আতিকা, সুমাইয়া হাফেজা ও  মামুনুর রশীদ হাফেজ হয়েছে এ প্রতিষ্ঠান থেকে। ১২৬ দিনে হাফেজা হয়ে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাবাসসুম সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করেছিলো। মাদ্রাসার প্রধানের গুরুদায়িত্বের কারণে এ মাদরাসাটি শিবগঞ্জ অঞ্চলে ইসলামি ও আধুনিক শিক্ষালয় হিসেবে প্রায় এক যুগ ধরে জ্বলন্ত আলোকবর্তিতা হিসেবে আর্বিভূত হয়েছে।
জানতে চাইলে মাদরাসার মেধাবী শিক্ষার্থী মায়মুনা আক্তার লায়লা বলেন, বিশেষজ্ঞ শিক্ষকের তত্বাবধানে পরিচালিত এ মাদরাসায় একাডেমিক শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, ডায়েরী সংরক্ষণ, পুরস্কার প্রদান,ইংলিশ ও আরবি স্পোকেন ক্লাস, সুন্দর হস্তলিপি শিক্ষা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়াসহ খেলাধুলা ও মানসিক বিকাশের প্রতি নজর দেয়া হয়।
মাদ্রাসার অভিভাবক খুশি বেগম বলেন, মাদ্রাসার পরিবেশ ও শিক্ষার গুণগত মান ভাল হওয়ায় আমার দুই সন্তানকে এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছি। এ প্রতিষ্ঠানের আরবি, ইংলিশ, বাংলা ও উর্দু ভাষা খুব যত্ন সহকারে শিক্ষা দেয়।
মাদ্রাসাটির পরিচালক মুফতি আতিকুর রহমান জানান, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন আালেম হতে পারে, ইমামতি করতে পারে, দোয়া করতে পারে সেজন্য আমরা কুরআন হাদিস, দোয়া দরুদ ও মাসআলা মাসায়েল গুরুত্ব সহকারে শিখিয়ে থাকি।
এ প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী চিকিৎসক আব্দুল আলিম, প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম ও বিশিষ্ট ব্যবসায়ি সুমন শেখ বলেন, সামাজিক অবক্ষয়, নৈতিক অধঃপতন, মাদকের করাল গ্রাস, অপসংস্কৃতির কালো থাবা ও মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থী ও যুবসমাজকে মুক্ত রাখতে ইসলাহুল উম্মাহ মাদরাসাটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মাদ উমর ফারুক বলেন, শুধু শিক্ষায় নয়, তার চেয়ে ভালো কিছু করার জন্য এ মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। আন্তরিকতা, দক্ষতা ও অভিজ্ঞতায়  আমরা এগিয়ে। সন্তানদের সঠিক ভবিষ্যত গড়ার জন্য ও যুব সমাজের অবক্ষয় রোধে আমরা বহুমুখী শিক্ষা ও শিক্ষার্থীদের যোগ্যতা অর্জনের জন্য আমরা শতভাগ চেষ্টা করি। এ প্রতিষ্ঠানের শিক্ষকরা অভিজ্ঞ ও আন্তরিকতা  সম্পম্ন হওয়ার কারণে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা জাতীয়ভাবে দেশের জন্য অবদান রাখতে চাই ইনশাআল্লাহ।