প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ২:০৭ অপরাহ্ণ
দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দক্ষিণ সুরমা প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আগামী ৯ ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর চন্ডিপুলস্থ জেলেবী রেস্টুরেন্টে দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আগামী ৯ ডিসেম্বর সকাল ১১টায়
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন, সাড়ে ১১টায় উপজেলা হলরুমে সততা সংঘের সদস্যদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী, সহ-সভাপতি মাস্টার হাজী মোঃ আব্দুল কাইয়ুম, নির্বাহী সদস্য মোঃ উসমান আলী, মাস্টার মোঃ আব্দুল হাই, মাস্টার মোঃ রইছ আলী, মোসাম্মৎ মাসুম আরা খানম, মোসাম্মৎ ডলি আক্তার প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.