প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৯:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ২:০৯ অপরাহ্ণ
বৈষম্য বিরোধী হোমিও আন্দোলনে সম্পৃক্ত চিকিৎসকদের সমন্বয়ে হোমিও কাউন্সিল গঠনে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন
এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
দূর্নীতি, সুবিধাভোগী ও দলীয় প্রভাবমুক্ত, সৎ যোগ্য বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হোমিও চিকিৎসকদের সমন্বয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এর নির্বাহী পরিষদ গঠনে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনুস মহোদয়ের বরাবর আবেদন করেছেন বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ।
বুধবার (০৪ ডিসেম্বর) সকালে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর অফিসিয়ার প্যাডে অত্র সংগঠনের
প্রধান সমন্বয়ক অধ্যক্ষ(অব.) ডা.মুন্সি মোজাম্মেল হক ও সমন্বয়ক(সার্বিক) ডা.মুহাম্মদ লোকমান এ-র যৌথ সাক্ষরিত সকল ডকুমেন্টসসহ আবেদনটি প্রধান উপদেষ্টার সরকারী অফিস কার্যালয়,ঢাকায় পৌছিয়ে রিসিভ কপি গ্রহন করেছেন বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর অর্থ ও দপ্তর বিভাগের সমন্বয়ক ডা.মোহাম্মদ শাহরিয়ার ইরফান।
অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড.ইউনুস মহোদয় বরাবর আবেদন পত্রে যা লিখা আছে-জুলাই ২৪ বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের কাছে সকল সেক্টরের মতো হোমিও সেক্টরটিও বৈষম্য দূর্নীতি হতে মুক্তি চায়। এ লক্ষ্যে আমরা স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় ও হোমিও চিকিৎসা শিক্ষা কাউন্সিল এর চেয়ারম্যান বরাবর যোগ্য, নিরপেক্ষ ব্যাক্তিদের সমন্বয়ে হোমিও কাউন্সিল গঠন এবং হোমিও পেশার উন্নয়নে ১৭ দফা দাবী পেশ করেন। কাউন্সিল এর নির্বাহী পরিষদ গঠনে নিবন্ধিত চিকিৎসক প্রতিনিধি মনোনয়ন বিভাগীয় কমিশনার দপ্তরে প্রক্রিয়াধীন।বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এবার ও একটি মহল পূর্বের ন্যায় অনৈতিক লেনদেন ও প্রভাব খাটিয়ে সদস্য মনোনয়নের অপচেষ্টা চালাচ্ছে। হোমিও সেক্টরকে দূর্নীতি মুক্ত করতে বিগত ১৬ বছর আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদকারী চিকিৎসকদের সমন্বয়ে কাউন্সিল গঠিত হলে এ সেক্টরটি বৈষম্য মুক্ত করা সম্ভব হবে বলে আমরা প্রতিটি বিভাগে প্রার্থী দিয়েছি। যারা বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও ৬৪ জেলার সমন্বয়কদের সর্ব সম্মতিক্রমে মনোনীত।
বিভাগীয় চিকিৎসক প্রতিনিধি প্রার্থীদের নাম নিম্মরুপ-
১. প্রধান সমন্বয়ক খুলনা বিভাগ; সাবেক প্রিন্সিপ্যাল ডা. মুন্সী মোজাম্মেল হক, বিএ, ডিএইচএমএস, বিএইচএমএস (ঢাকা বিশ্বঃ) প্রতিষ্ঠাতা অধ্যক্ষ-কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, আলফাডাঙ্গা, ফরিদপুর। হোমিও চিকিৎসক (অবঃ) ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ২. কেন্দ্রীয় সমন্বয়ক (আইন) ঢাকা বিভাগ ; ডা. এম এ মান্নান, অনার্স সহ মাস্টার্স ( ইংরেজী) এলএলবি, ডিএইচএমএস,পিডিপি,তিনি একজন শিক্ষক,গবেষক,সংগঠক,আইনবিদ, সংবাদকর্মী ও মানবিক চিকিৎসক। ৩. কেন্দ্রীয় সমন্বয়ক (সাংগঠনিক) চট্টগ্রাম বিভাগ; ডা. মো. হেলাল উদ্দীন শেখ, ডিএইচএমএস। মানবিক চিকিৎসক, মেডিকেল অফিসার এম জসীম উদ্দীন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্রস্তাবিত) কক্সবাজার। ৪. কেন্দ্রীয় সমন্বয়ক (শিক্ষা ও চিকিৎসা) রাজশাহী বিভাগ; ডা. জাহাঙ্গীর আলম অনার্স-মাস্টার্স (ইবি) ডিএইচএমএস প্রবাষক (প্রস্তাবিত) হোমিও মেডিকেল কলেজ। ৫.কেন্দ্রীয় সমন্বয়ক ( সমাজ কল্যাণ) ময়মনসিংহ বিভাগ; ডা. নূরে আলম সিদ্দিকী অনার্স-মাস্টার্স (একাউন্টিং) ডিএইচএমএস, ময়মনসিংহ বিভাগীয় দ্বায়িত্ব প্রাপ্ত। ৬.কেন্দ্রীয় সমন্বয়ক (দ্বায়িত্ব প্রাপ্ত সিলেট) সিলেট বিভাগ; ডা. মো. জসীম উদ্দীন এববিবিএস, ডিএইচএমএস, এমএ, এমপি এইচ,ডিএ এম এস,ডি ইউ এম এস,। সকল শাখায় ডিগ্রীপ্রাপ্ত বহুমুখী জ্ঞানের অধিকারী চিকিৎসক। ৭.কেন্দ্রীয় সমন্বয়ক (সাংস্কৃতি) রংপুর বিভাগ; ডা. আব্দুল আলীম, বিএসএস, ডিএইচএমএস,কবি, সংবাদকর্মী ও মানবিক চিকিৎসক।
৮. কেন্দ্রীয় সমন্বয়ক (দ্বায়িত্বপ্রাপ্ত) বরিশাল বিভাগ; ডা. আব্দুর রহমান (সবুজ) এম এ ডিএইচএমএস। মানবিক চিকিৎসক ও হোমিও সংগঠক।
আসন্ন হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষ কাউন্সিল গঠনে বিগত আমলের সুবিধা ভোগী, দূর্নীতিগ্রস্থ ব্যাক্তিবর্গকে ব্যাতিরেখে, বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত বিভাগীয় চিকিৎসক প্রতিনিধিদের মনোনীত করে দূর্নীতি ও বৈষম্য মুক্ত আসন্ন হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠনের দাবী জানানো হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.