Sharing is caring!
দোয়েল, বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান আসাদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ,উপজেলা কৃষি অফিসার সফিউল্লাহ সুলতান জনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুন, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী,বীর মুক্তিযুদ্ধা আজিজুল আলম,বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু,সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,বাঘা উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন,বাঘা বাজার বনিক সমিতির সভাপতি আব্দুর রহমান।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, উপজেলা পরিষদের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি সাংবাদিক, সুধিজন এতে অংশ গ্রহন করেন। সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গৃহিত হয়।