আজ বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণাঃ ২৫ ডিসেম্বর নির্বাচন

editor
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৪, ০২:১৭ অপরাহ্ণ
নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণাঃ ২৫ ডিসেম্বর নির্বাচন

Sharing is caring!

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটি ২০২৫ এর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী এবং নির্বাচন কমিশনার নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমানের তফসিল ঘোষণা অনুযায়ী নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর নির্বাচনের বিভিন্ন পদে প্রার্থীদের মনোনয়ন ফরম রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১টা থেকে ৩টার মধ্যে প্রেসক্লাব ভবন হতে নির্ধারিত ফি পরিশোধ করে সংগ্রহ করতে হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১টা হতে ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ওই দিনই বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১টা হতে ২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা হতে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, সাবেক সভাপতি এসআর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মো. সরওয়ার শিকদার, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, মহিবুর রহমান চৌধুরী তছনু, সলিল বরণ দাশ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শওকত আলী, নির্বাহী কমিটির সদস্য শাহ সুলতান আহমেদ, এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম, সাধারণ সদস্য আবু তালেব, কিবরিয়া চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, ছনি আহমেদ চৌধুরী, সাগর আহমদ, ইকবাল হোসেন তালুকদার, শাহরিয়ার শাওন, আলাল মিয়া, অঞ্জন রায়, জুয়েল আহমদ, স্বপন রবি দাস প্রমূখ।
তফসিল ঘোষণার পূর্বে সাংবাদিক মহিবুর রহমান চৌধুরী তছনুর দাদীর সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক শাহ্ সুলতান আহমদ।