প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ২:১৯ অপরাহ্ণ
সামাজিক সংগঠন স্পন্দন মৌলভীবাজার এর তিন কলেজ কমিটি অনুমোদন
সালেহ আহমদ (স'লিপক):
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজার এর সভাপতি ইহাম মোজাহিদ ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান সৌরভ এর যৌথ স্বাক্ষরিত প্যাডে তিনটি কলেজ কমিটি অনুমোদন করা হয়েছে।
মৌলভীবাজার সরকারি কলেজ, সৈয়দ শাহ্ মোস্তফা ডিগ্রি কলেজ ও কাশিনাথ আলাউদ্দিন কলেজ ত্রয়ের ২০২৪-২০২৫ সেশনে সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়।
ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদকে সভাপতি ও রকি মিয়াকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার সরকারি কলেজের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি, জীবান আহমদকে সভাপতি ও রাকিব হোসেন ইমনকে সাধারণ সম্পাদক করে সৈয়দ শাহ্ মোস্তফা ডিগ্রি কলেজের ১৯ সদস্যবিশিষ্ট কমিটি এবং কয়ছর আহমদকে সভাপতি ও রাফিন আহমদকে সাধারণ সম্পাদক করে কাশিনাথ আলাউদ্দিন কলেজের ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন অনুমোদন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইহাম মোজাহিদ জানান, স্পন্দন মৌলভীবাজার প্রতিষ্ঠার পর থেকেই জেলায় ব্যাপী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে থাকি। সাধারণ শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি সামাজিক সেবামূলক কাজে উৎসাহিত হয়, সে লক্ষ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করে থাকি। এরই অংশ হিসেবে ২০২৪-২৫ সালের কমিটিও আমরা গঠন করেছি। আমরা আশাকরি আমাদের জেলা মৌলভীবাজারকে একটি আদর্শ জেলা হিসেবে জাতির সামনে তোলে ধরতে আমরা বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজ করে যাব। এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ২০১৭ইং সালে প্রতিষ্ঠার পর থেকে মৌলভীবাজার জেলায় শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন স্পন্দন। মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়ন ও শিক্ষা বিভাগের উন্নয়নে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে সংগঠনটি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.