রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজয় দিবস উপলক্ষে প্রাইজমানি নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ' ২৪ এর শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার(৬ই ডিসেম্বর) মহান বিজয়ের মাস উপলক্ষে শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের ৫নং পুল সংলগ্ন মাঠে রাত ৯টায় প্রাইজমানি নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট '২৪ এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মোঃ শুকুর এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন এলাকার মুরব্বী হাজী আসাদ মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মুরব্বি হাজী সাঈদ মিয়া, ২ ও ৩নং ওয়ার্ড মেম্বার মারুফ মিয়া৩ ও ৪নং ওয়ার্ড মেম্বার মানিক মিয়া, কাকলী ক্রীড়াচক্রের সভাপতি,নাঈম সরফরাজ শ্রীমঙ্গল রেফারী এসোসিয়েসন এর সভাপতি সজল কান্তি দেব। জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক আহব্বায়ক মোঃ সাইফুর রহমান শিপু।
৪০টি টিম টুর্ণামেন্টে অংশগ্রহণ করে। উবোধনী দিনে ২টি টিমের মধ্যকার খেলা দিয়ে শুভ সূচনা করা হয়। টিম দুটি হলো,
ভুড়ভুড়িয়া চা বাগান ও শমশের নগর কিংস। অপর খেলা ভিমসী গ্রামের নয়ন স্পোর্টিং ক্লাব বনাম উত্তর ভাড়াউড়া স্পোর্টিং ক্লাব।
১ম খেলার দ্বিতীয়ার্ধে শমশেরনগর কিংস এর অধিনায়ক ১০ নম্বর জাসিধারী বিজয় গোল দেন। ১-০গোলে শমশেরনগর জয়লাভ করে।
খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর রেফারী মোঃ সিরাজুল ইসলাম সেলু।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.