আজ শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

editor
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ০২:২০ অপরাহ্ণ
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Sharing is caring!

আকরাম হোসেন হিরন:
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কাপাসিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির (২০২৪-২৫) আওতায় রবি মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (৪ নভেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে বীজ ও সার বিতরণ করা হয়।
‘কৃষিই সমৃদ্ধি’কে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়ার আয়োজনে উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ আকন্দের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আশরাফুল্লাহ্,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ একেএম আতিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, কৃষক প্রতিনিধি ও আদর্শ কৃষক সংগঠক কামরুজ্জামান সবুর, কৃষি উপ-সহকারী ইকবাল হোসেন প্রমুখ।
এবছর উপজেলার বিভিন্ন এলাকার ৬ শত কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি বারি-১৭ জাতের সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে গম, পিঁয়াজ মুগ বীজ বিতরণ করা হবে বলে কৃষি অফিস জানান।