প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ৭:১০ অপরাহ্ণ
লোহাগাড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
সভায় বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মোঃ শাহরিয়ার, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা আছাদুল্লাহ ইসলামাবাদি, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুনা আকতার,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ভারপ্রাপ্ত ডিজিএম আবুল কালাম আজাদ,উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা ফয়েজুন্নেছা, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুবিনুল হক, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, পলাশ দাশসহ ইউপির প্যানেল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইন শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.