প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ
নাগরদোলায় প্রাণ গেল কিশোরের
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় নাগরদোলায় আনন্দ উপভোগ করতে গিয়ে দূর্ঘটনায় প্রাণ গেল জনৈক কিশোরের।
উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার পুরাতন থানা রোডস্থ ছমদিয়া মাদারাস বার্ষিক সভায় নাগরদোলায় চড়ে আনন্দ উপভোগ করতে গিয়ে এক মর্মান্তিক দূর্ঘটনায় জনৈক কিশোর নিহত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌণে ৯ টায় এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত কিশোরের নাম আবদুল্লাহ আল নোমান (১৮)। সে উল্লেখিত এলাকার ডাঃ খায়ের আহমদ পাড়ার আবু বক্কর’র পুত্র। সে পেশায় একজন রাজমিস্ত্রির হেলপার। বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার বাসীন্দা ও শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। তিনি জানান, ষ্টীলের তৈরি নাগরদোলায় চড়ে উক্ত কিশোর আনন্দ উপভোগ করছিল। ওই সময় অসাবধনতাবশতঃ তার মাথা নাগরদোলার রডের সহিত ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়ে রক্তাক্তবস্থায় ঘটনাস্থলে মারা যায়। বিষয়টি উপস্থিত জনগণকে হতভাক করে এবং একই সময় নিহতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে আসেন। নিহতের মরদেহ স্বজনদের হেফাজতে নেয়া হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.