প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৪, ১:৫৫ অপরাহ্ণ
অপসংস্কৃতি প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার উদ্যোগ গ্রহণে জরুরী অনলাইন সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক:
অপসংস্কৃতি প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার উদ্যোগ গ্রহণে জরুরী অনলাইন ভিডিও কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সময়ে কুয়েত প্রবাসী কবি মোহাম্মদ মিজান এর সভাপতিত্বে অনলাইন ভিডিও কনফারেন্সে অপসংস্কৃতি প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার ব্যাপারে ব্যাপক আলোচনা পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
সৌদি আরব প্রবাসী কবি মির্জা শফিক এর পরিচালনায় অনুষ্ঠিত অনলাইন সভায় বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা থেকে সকল অপসংস্কৃতি প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ আলোচলায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পোয়েটস ক্লাব এর চেয়ারম্যান কবি লেখক মোস্তাফিজুর রহমান চৌধুরী, কবি ও গীতিকার আবদুল গণী ভূইয়া, চট্টগ্রামের আলোকিত মুখ কবি আবদুল্লাহ আল মামুন, কবি এমরান খান, সৌদি আরব প্রবাসী কবি নিজাম শাহ, বগুড়ার কবি মোহাম্মদ সোহেল, মোহাম্মদ দীন মুহাম্মদ, মৌলভীবাজারের সাংবাদিক ও কবি সালেহ আহমদ (স'লিপক), কাজী বুরহান প্রমুখ।
সভায় বর্তমান সময়ে যেসব অপসংস্কৃতি শিল্প সাহিত্যে এবং শিল্প সংস্কৃতিতে আগ্রাসন সৃষ্টি করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, তা প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সমাজের সমাজ সচেতন নাগরিকদেরকে এগিয়ে আসার আহবান জানানো হয় এবং কুয়েত প্রবাসী কবি মোহাম্মদ মিজান প্রস্তাবিত "অপসংস্কৃতি প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ" নামকরণে একটি শক্তিশালী অরাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় কবি ও গীতিকার আবদুল গণী ভূইয়ার প্রস্তাবে চলতি ডিসেম্বর মাসের মধ্যে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে একটি অপসংস্কৃতি প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.