প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৮:৩১ পূর্বাহ্ণ
শাবিপ্রবিতে শহিদ জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
উৎফল বড়ুয়া, সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট -এর হ্যান্ডবল গ্রাউন্ডে বিজয় ২৪ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১ টায় শহিদ জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২৪ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, ভাতৃত্ববোধ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক সুস্থতায় খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। তবে সকলকে সুশৃঙ্খলভাবে খেলাধূলা করতে হবে। আমি আজকের এই আয়োজনের সফলতা কামনা করছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান, গনিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকি, ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজয় ২৪ সংগঠনের পক্ষে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মনির হোসেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.