আজ বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় শাহ্ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

editor
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪, ০১:২২ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় শাহ্ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

Sharing is caring!

দক্ষিণ সুরমা প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে শাহ্ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।
শাহ্ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় কুমার দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সালমা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রেজভা খাতুন চৌধুরী, শুভ্রা রাণী দেশ মূখ্য, নুসরাত মাহবুব, সাদেকা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ফারদিন আহমদ।