প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত
সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব।
কর্মসূচির মধ্যছিল মহান বিজয় দিবসের আলোচনা সভা, দেশ মাতৃকার টানে নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ ও তাদের মাগফেরাত কামনায় মোনাজাত।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সভাপতি ও আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম সম্পাদক আনিসুল ইসলাম আশরাফী, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমদ, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মজিদ, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মকবুল হাসান ইমরান, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মোহাম্মদ ধন মিয়া, ইমরান হাসান মারজান, আবদাল মিয়া, আব্দুর রব, সঞ্জীব নন্দী মজুমদার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উম্মুক্ত আলোচনায় মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং দেশ মাতৃকার প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে সামাজিক বন্ধন আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠাকল্পে সংবাদ মাধ্যমকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় সংগঠনের সভাপতি বলেন, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের নামে যদি কেহ কোন প্রকার পরিচয় বহন করে অনৈতিক কোন কাজে জড়িত থাকে তাহলে তাকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ও গৃহীত হয়।
তিনি বলেন, আমার জানামতে আমাদের কোন সদস্য অনৈতিক কোন কাজের সাথে জড়িত নয়। তবে প্রত্যেকের সজাগ থাকা জরুরী। তাছাড়া রাজনীতি মুক্ত থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে যারা নিয়োজিত তাদের প্রত্যেককে সর্বদা সচেতন থাকতে হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.