আজ বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্যামল বাংলা জৈব সারে উফশী ধান চাষাবাদে সফলতা বিষয়ে মতবিনিময় সভা 

editor
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৪, ০৬:৩০ অপরাহ্ণ
শ্যামল বাংলা জৈব সারে উফশী ধান চাষাবাদে সফলতা বিষয়ে মতবিনিময় সভা 

Sharing is caring!

আকরাম হোসেন হিরন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
শ্যামল বাংলা কৃষি ফ্রাম লিমিটেড এর আয়োজনে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও জিয়া মার্কেটে ১৮ ডিসেম্বর বুধবার বিকেলে শ্যামল জৈব সারে উফশী ধান চাষাবাদে সফলতা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় কৃষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, মুখ্য আলোচক ছিলেন শ্যামল বাংলা কৃষি ফার্ম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ মাহফুজুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, উপ-সহকারী কৃষি অফিসার সামসুন নাহার বেগম, কৃষক  রাজিব বেপারী, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় শ্যামল বাংলা জৈব সার ব্যবহারকারী কৃষকেরা এই সারের উৎপাদনশীলতায় সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান যে,বিঘা প্রতি ৫০ কেজি শ্যামল বাংলা জৈব সার এবং ১০ কেজি ইউরিয়া সার প্রয়োগে বিঘা প্রতি ২৫-২৭ মন উচ্চ ফলনশীল ধান উৎপাদন সক্ষম। উল্লেখ থাকে যে গত ৩ বছর যাবৎ কাপাসিয়া এলাকায় এই জৈব সারে চাষাবাদ চলমান ও কৃষকেরা সফলতার সাথে জমি চাষ করছে।সভায় শতাধিক কৃষক অংশ নেন এবং মতামত পেশ করেন।