প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ৫:২০ অপরাহ্ণ
বড়দিন উদযাপন উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা
উৎফল বড়ুয়া, সিলেট
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে (শুভ বড়দিন) সুষ্টু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা,নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রস্তুতিমুলক সমন্বয় সভা ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
নগরীর শাহজালাল উপশহরস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি'র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম,পিপিএম সেবা।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো: ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (পিওএম) তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) রাজীব কুমার দেব, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পদ-মর্যাদর অফিসারবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন, সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, খ্রীষ্টিয়ান মিশন,নয়াসড়ক, সিলেট এর প্রতিনিধি ডিকন নিঝুম সাংমা, মংলীরপাড় চার্চ, সিলেটের প্রতিনিধি ঝিনুক ট্রাম্বুল, বড়শালা ক্যাথলিক চার্চ, মংলীরপাড়,সিলেটের প্রতিনিধি রেভারেন্ড, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ এর প্রতিনিধি গডেন বিশ্বাস, মালনীছড়া প্রেসবিটারিয়ান চার্চ, মালনীছড়া, সিলেট এর প্রতিনিধি রমেল বারিক, সাধু ইউডিন ডি ম্যাজেনট, সিলেট এর প্রতিনিধি ফাদার এমিনিক রোজারিও, ডিজিএফআই সিলেটের প্রতিনিধি মোঃ মামুন সরকার, এনএসআই সিলেটের প্রতিনিধি এসএম মঈন উদ্দিন, র্যাব-৯ সিলেটের প্রতিনিধি লে.ক. মোঃ নাঈম উল হক বিসিজি.এম.বিএন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আলম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর প্রতিনিধি মোঃ বেলাল হোসেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার,সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সেক্রেটারি রবি কিরন সিংহসহ এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন চার্চ/গীর্জার প্রতিনিধি।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সিলেট শান্তিপূর্ণ নগরী। এখানের মানুষজন খুব ভালো। যেকোন ধর্মের অনুষ্ঠানে একে অপরের সহযোগিতা করে থাকে। আইনের প্রতি সিলেটের মানুষ খুব শ্রদ্ধাশীল। তিনি বড়দিন শান্তিপূর্ণ উদযাপন উপলক্ষে আইন শৃংখলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সমন্বয় সাধন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, ক্রিসমাস ডে সুন্দরভাবে উদযাপিত হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.