প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ
শিক্ষার্থীদেরকে দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে: ডা. ফজলুর রহিম কায়সার
সিলেট ডেস্ক,
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ-এর চেয়ারম্যান প্রফেসর ডা. ফজুলর রহিম কায়সার বলেছেন, শিক্ষার্থীদেরকে পড়ালেখা করে আদর্শ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কারণ, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যত। দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। পিতা-মাতা এবং শিক্ষকদের প্রতি যথাযথভাবে শ্রদ্ধা প্রদর্শন করে নিজেদেরকে তৈরি করতে হবে। দি অপটিমিস্টস যেভাবে দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করে অনুপ্রেরণা এবং সাহস যোগাচ্ছে, সেটাকে ভালোভাবে কাজে লাগালেই তাদের পরিশ্রম সার্থক হবে। দেশের কল্যাণে দি অপটিমিস্টস-এর দুর্লভ ও সাহসী কাজ সত্যিই প্রশংসার দাবিদার।
শুক্রবার (২০ ডিসেম্বর) সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আমেরিকায় বসবাসরত প্রবাসী বাঙালিদের সংগঠন দি অপটিমিস্টস, সিলেট আয়োজিত সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. ফজুলর রহিম কায়সার এসব কথা বলেন।
দি অপটিমিস্টস সিলেট-এর ডিরেক্টর প্রফেসর এম এ মতিনের সভাপতিত্বে ও সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ এলাইছ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, দি অপটিমিস্টস- এর ইউএসএ স্পন্সরদের মধ্যে তহুর চৌধুরী, কল্লোল আহমদ ও ফখরু চৌধুরী ফকু বক্তব্য রাখেন। সম্মানিত অতিথির বক্তব্য দেন দি অপটিমিস্টস, সিলেট-এর ফিন্যান্স ডিরেক্টর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুলতান আহমদ।
স্বাগত বক্তব্য দেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুনিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক ও লেখক সাংবাদিক ইশতিয়াক আহমদ চৌধুরী রুপু, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরী দুলু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাসান আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি লেখক এম এ মালেক চৌধুরী, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালমা বেগম, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী, সাংবাদিক ও লেখক আব্দুল বাছিত, ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ প্রমুখ সহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সিলেট ডিস্ট্রিক্ট ডিরেক্টর প্রফেসর এম এ মতিন বলেন, ২০০১ সাল থেকে দি অপটিমিস্টস সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাদানের সুযোগে সহায়তা করা সহ তাদেরকে পরিপূর্ণ মানুষ হওয়ার প্রেরণা দিয়ে আসছে। এ ক্ষেত্রে প্রবাসীদের অবদানকে স্বীকার করতে হয়। তাঁদের নিরলস প্রচেষ্টা এবং ঐকান্তিকতায় এ সংগঠন দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে। সারা বাংলাদেশের ২৮টি জেলায় বৃত্তি প্রদান কার্যক্রম চালু আছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি। আজকের এই অনুষ্ঠানের পেছনে যাদের ত্যাগ ও শ্রম জড়িত আছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, আমেরিকায় বসবাসরত প্রবাসী বাঙালিদের সংগঠন দি অপটিমিস্টস-এর উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন উপজেলার ১৫২ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ লক্ষ ৭২ টাকার বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে মেডিকেল-বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়া চারজন শিক্ষার্থীকে ২৪০০০ টাকা করে এবং বাকি ১৪৮ জনকে ১২০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.