আজ শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অতর্কিত হামলার প্রতিবাদে প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

editor
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ণ
অতর্কিত হামলার প্রতিবাদে প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

oplus_2

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের ওপর ইউনিয়ন পরিষদেই অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজার এলাকার প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা হলেন জাতির বিবেক, জাতির কাছে অজানা সত্য পৌঁছে দেওয়ার মাধ্যম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের মাধ্যমে সত্য প্রকাশের জন্য। আপনারা নিশ্চয় অবগত আছেন ১৯ ডিসেম্বর কলাউজান ইউনিয়ন পরিষদেই আমার ওপর অতর্কিত হামলা হয়। ৫ আগস্টের পর সাধারণ মানুষ আমাকে যোগ্য মনে করেই এবং পূর্বেও আমার নামে কোন দূর্নাম ছিলনা বলেই আমাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করেন। দায়িত্ব পাওয়ার পর থেকেই অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে গিয়েছি। বিগত কয়েকমাস ধরে কলাউজান ইউনিয়ন ৫নং ওয়ার্ডের বাসিন্দা উমর আলীর বিরুদ্ধে তার স্ত্রী ইছমত আরা বেগম একটি অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকবার বৈঠক হয়। এক পর্যায়ে সব সমাধানও হয়ে যায়। কিন্তু সমাধানের কয়েকদিন পর কনে পক্ষের লোকজন আবার ইউনিয়ন পরিষদে এসে আবারও বৈঠক বসার জন্য বলে। একটি বিষয় সমাধানের পর পুনরায় আর বৈঠক বসা সম্ভব নয় বলাতে কনে পক্ষের লোকজন হাকা বকা করতে থাকে। এমন বিশৃঙ্খলা করায় তাদের ইউনিয়ন পরিষদ থেকে বের করে  দেওয়ার জন্য চৌকিদারকে নির্দেশ দিই। পরে তারা চলে যায়। ইউনিয়ন পরিষদের কাজ শেষ বের হওয়ার সময় প্রায় ১০-১২টা মোটরসাইকেল আরোহী আমাকে এসে ঘিরে ফেলে। কিছু বুঝতে ওঠার আগেই তারা আমাকে মারধর করে পালিয়ে যায়। আমি এহেন অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ ও আইনানুগ বিচার চাই।
এসময় আরও উপস্থিত ছিলেন, হোসাইন সওদাগর-সিনিয়র আহ্বায়ক কলাউজান ইউনিয়ন বিএনপি, রফিক মিঞা-সিনিয়র সদস্য সচিব কলাউজান ইউনিয়ন বিএনপি, জসিম উদ্দিন-সংগঠক কলাউজান ইউনিয়ন যুবদল, শাহাআলম-সংগঠক কলাউজান ইউনিয়ন যুবদল, ইলহাম কলি-সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জিয়া-প্রজন্ম দল, চট্টগ্রাম দক্ষিণ জেলা, মিজানুর রহমান-সভাপতি কলাউজান ইউনিয়ন জাসাস, মিসকাত-সহসভাপতি কলাউজান জাসাস, এরফান- যুগ্ম আহ্বায়ক কলাউজান জাসাস, মিকাত ইসলাম মাহি-সাধারণ সম্পাদক লোহাগাড়া জিয়া প্রজন্ম দল, মোহাম্মদ ফরহাদ-সংগঠক কলাউজান ইউনিয়ন যুবদল প্রমুখ।
সংবাদ সম্মেলনে লোহাগাড়ার কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।