মোঃ লাতিফুর রহমান পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
আর নয় ভাড়াটে খেলোয়াড়, যোগ্য খেলোয়াড় গড়বো এবার’ এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ‘ক্রীড়াঙ্গনের সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) পৌর শহরের দোয়া কমিউনিটি সেন্টারে উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক মোকাদ্দেস মিলনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেকএমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা কমিউনিস্ট পার্টি সভাপতি প্রভাত সমীর শাজাহান আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, বর্তমান সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লাহুল গালিব, সাবেক ছাত্রনেতা ও খেলোয়াড় আফসানুর রহমান লিমন, স্প্রিট-৫১১০ এর সভাপতি সুলতান আলমগীর সরকার, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও খেলোয়াড় ফারুক হোসেন প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা ক্রীড়ার মান উন্নয়ন ও ক্রীড়া ব্যবস্থাপনার সমস্যা সমূহ নিরূপণে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.