বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় প্রতি বছরের ন্যায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার চাটুরা সার্বজনীন শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে ২৭তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ১৪(ফেব্রুয়ারী) শুক্রবার থেকে ১৭(ফেব্রুয়ারী) সোমবার ২০২৫ ইং পর্যন্ত। এবারের বিশেষ আকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অবতার দর্শন,পূজার্চনা, অঞ্জলী প্রদান ও ভগবান শ্রীকৃষ্ণের রাজভোগ নিবেদন।
চাটুরা সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের উৎসব পরিচালনা কমিটির সভাপতি স্বপন দেব ও সাধারণ সম্পাদক নয়ন দেব তাঁরা জানান , চার দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনের আয়োজনে রয়েছে (১৪ ফেব্রুয়ারী) শুক্রবার গীতা পাঠও শ্রীমদ্ভগবদগীতা নিয়ে আলোচনা সভা ও ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান মহোৎসবের শুভ অধিবাস কীর্তন।
এদিন অধিবাস কীর্তন পরিবেশন করবেন- শ্রীমান প্রণজিৎ দেবনাথ (শ্রীশ্রী গৌর গোপাল সম্প্রদায়), গোয়াইনঘাট, সিলেট। দ্বিতীয় ও তৃতীয় দিনের আয়োজনে রয়েছে (১৫ ফেব্রুয়ারী ও ১৬ ফেব্রুয়ারী ) শনিবার ও রোববার ব্রাহ্মমৃহূর্ত থেকে ১৬ প্রহরব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান মহোৎসবের আরম্ভ।
[video width="720" height="1280" mp4="https://www.redtimes.com.bd/wp-content/uploads/2024/12/Krishna-consciousness-ঘুমানোর-আগে-ভগবানের-অপূর্ব-দর্শন-লাভ-করুন-এবং-সুমধুর-হরিনাম-সংকী.mp4"][/video]
নাম সংকীর্তন পরিবেশন করবেন- শ্রীশ্রী অষ্টগোপী সম্প্রদায় (গোপালগঞ্জ),শ্রীশ্রী কুলেশ্বরী সম্প্রদায়
(নেত্রকোনা),শ্রীশ্রী চন্দ্রাবলী সম্প্রদায় (রাজবাড়ী),শ্রীশ্রী হরিনাম সম্প্রদায় (কিশোরগঞ্জ) শ্রীশ্রী আশ্রম সম্প্রদায় (রাজনগর)।সর্বশেষ চতুর্থ দিন পূর্ণাহুতি (১৭ ফেব্রুয়ারী) সোমবার দধির ভান্ড ভঞ্জন ও মহোৎসবের সমাপন।
[video width="476" height="360" mp4="https://www.redtimes.com.bd/wp-content/uploads/2024/12/Shuvo-Jyoti-Kundu360p.mp4"][/video]
চাটুরা সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের উৎসব পরিচালনা কমিটির সভাপতি স্বপন দেব ও সাধারণ সম্পাদক নয়ন দেব তাঁহারা বলেন, প্রতি বছরের ন্যায় চার দিনব্যাপী এই আয়োজনে উৎসবকে সফল করতে সনাতনী ভক্তবৃন্দ, গ্রামবাসী, প্রশাসন ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা বিশেষভাবে সহযোগিতা করছেন। প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। আমরা আশা করছি এই বছরও ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা পাবো।
এদিকে বর্তমান কার্যকরী কমিটির সভাপতি শ্রী রনজিৎ দেব ও সাধারণ সম্পাদক শ্রী বিষ্ণু দেব বলেন, চাটুরা সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে ২৭তম বাষিক ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান গত ২৬ বছর ধরে আমরা এই উৎসবের আয়োজন করে আসছি। সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশের ও বিদেশে অবস্থানরত সকল সনাতনী ভক্তবৃন্দের কাছে আমাদের যথাসাধ্য প্রচেষ্টা অনুযায়ী নিমন্ত্রণ পাঠানোর চেষ্টা করি। উৎসব উপলক্ষে প্রায় হাজার হাজার ভক্তের মিলন মেলা/ সমাগম ঘটে।
[video width="720" height="1280" mp4="https://www.redtimes.com.bd/wp-content/uploads/2024/12/Sanatani-Culture-গোপী-বৌদির-অতি-চমৎকার-নৃত্য-বাজনা-_HD.mp4"][/video]
তাঁহারা আরও বলেন, আমাদের সকল সদস্য এই উৎসব ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি আপনারা শুনে আনন্দিত হবেন যে এই প্রথম মৌলভীবাজার জেলার চাটুরা গ্রামের সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের পাশে শ্রী শ্রী হনুমান মন্দির বিগত ২০১৬ইং সাল হইতে চাটুরা গ্রামের সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে পাশে শ্রী শ্রী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী পালন করা হয় এবং গত ০২-০২-২০২২ইং তারিখ বুধবার দীর্ঘ প্রতীক্ষার পর ১৮ই মাঘ ১৪২৮ বাংলা শাস্ত্রানুসারে সংকট মোচন শ্রী হনুমান জিউ’র মন্দির ও মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে এইদিন থেকে সকল ভক্ত বৃন্দের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। উৎসবে অংশগ্রহণ ও সকল প্রকার দান সাদরে গ্রহণ করা হবে।
শ্রীশ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানে আপনারা সুধী সজ্জন-ভক্তমন্ডলীর উপস্থিতি ও বিনম্র স্পর্শে সাফল্যমন্ডিত হয়ে উঠুক এই কামনা করেছেন-চাটুরা সার্বজনীন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের উৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্রীমান স্বপন দেব, সাধারণ সম্পাদক,শ্রীমান নয়ন দেব, সাংগঠনিক সম্পাদক,শ্রীমান নান্টু দেব,কোষাধ্যক্ষ,শ্রীমান বিশংকর দেব (বিষু)সাংস্কৃতিক সম্পাদক ,শ্রীমান সঞ্জু দেব প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.