আজ বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লোহাগাড়া তরুন ঐক্য ফোরামের মেধা বৃত্তি কার্যক্রমের শুভ উদ্বোধন সম্পন্ন

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ণ
লোহাগাড়া তরুন ঐক্য ফোরামের মেধা বৃত্তি কার্যক্রমের শুভ উদ্বোধন সম্পন্ন

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের  ৪র্থ বারের মত আয়োজন করতে যাচ্ছে মেধা বৃত্তি-২৪।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৪ টায় আমিরাবাদ হালাল ডাইনে অনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যাপক ও বটতলী শহর পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক  জালাল আহমদ ।
লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের সাবেক সভাপতি ও সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস এর সত্বাধীকারী মোহাম্মদ আবু ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফরম বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরওয়ার কামাল, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের উপদেষ্ঠা মোজাহিদ হোসাইন সাগর, পদুয়া বার আউলিয়া প্রি-ক্যাডেট ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ শফিউল আলম নুরী, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বনয়ক তামিম মির্জা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিয়ান হাসান, উত্তর আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুমন মজুমদার হিরো, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের আজীবন সদস্য পারভিন আক্তার, সুফী ফতেহ আলী ওয়াইসী মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ খোরশেদুল আলম, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের সাবেক সভাপতি এনায়েত উল্লাহ, সাবেক নিবার্হী সদস্য ও হাফেজিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস এরব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, তরুণ ঐক্য ফোরামের শুভাকাংখী ও কিবলা ট্যুর এন্ড ট্রাভেলস এর পরিচালক মুহাম্মদ শোয়াইব, কিবলা ট্যুর এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসাইন রেজা, সংগঠনের সাবেক সহসভাপতি ওয়াহিদ মাহমুদ, তরুণ ঐক্য ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ জোনাইদ, তরুণ ঐক্য ফোরাম কক্সবাজার শাখার সাবেক সদস্য সচিব মুহাম্মদ খোরশেদ আলম, তরুণ ঐক্য ফোরামের নিবার্হী সদস্য মাহামুদুর হক, নুরুচ্ছাফা, ৯ম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিয়ান ও সাকিবুল হাসান আরফাত প্রমুখ।