প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে বড়কাপন যুব সমাজের ১৮তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসীর আয়োজনে মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে ১৮তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা দুর্বাটি এম.ইউ. কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওঃ ড. মুফতি মোরশেদ আলম সালেহী।
বড়কাপন বায়তুন নূর জামে মসজিদের মোতাওয়াল্লী ও মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মাসুদ এবং বড়কাপন বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওঃ হারিছ আল ক্বাদরী দ্বয়ের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া মডেল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মুফতি মুহাম্মদ গোলাম রব্বানী কাশেমী, প্রধান আকর্ষণ ইসলামী চিন্তাবিদ মাওঃ হাফেজ জিল্লুর রহমান জুনাইদী।
বিশেষ বক্তা ছিলেন সুমিষ্টভাষী তরুণ বক্তা মাওঃ আব্দুল্লাহ আল মুমিন, বিশেষ অতিথি মৌলভীবাজার দারুল উলুম টাইটেল মাদরাসার মুহাদ্দিস মাওঃ সিরাজুল ইসলাম, বিশেষ আকর্ষণ দক্ষিণ বড়কাপন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওঃ লুৎফুর রহমান।
এছাড়াও সিলেট কানাইঘাটের মাওঃ ইমাম উদ্দিন সহ স্থানীয় উলামায়ে ক্বেরামগণ আমন্ত্রিত অতিথি হয়ে ওয়াজ মাহফিলে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন ও হাদিস শরীফ থেকে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।
পরে এলাকার মুর্দেগান, দেশ-বিদেশে বসবাসকারী প্রবাসী এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে হাজারো মুসলমান মুসল্লীদের উপস্থিতিতে মাওলানা হারিছ আল কাদরীর বিশেষ মোনাজাত ও শিরণী বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করা হয়।
ওয়াজ মাহফিল ইন্তিজামেয়া কমিটি ও বড়কাপন যুব সমাজের পক্ষে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক আছাদ আহমদ জানান, প্রতি বছরের ন্যায় এবারও সকাল ১০টা থেকে মাহফিল স্টেজে খতমে কোরআন ও খতমে খাজেগান অনুষ্ঠিত হয়েছে। আসরের নামাজের পর এলাকাবাসী সবাই মিলে সমবেত কবর জিয়ারত করা হয়েছে।
মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন, এ মাহফিলকে সফলভাবে সম্পন্ন করতে যারা, যেভাবে শ্রম, দান বা পরামর্শ সহ সার্বিক সহযোগিতা করেছেন, আল্লাহপাক যেন এসব কবুল করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.