প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ৫:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে ১২ দফা দাবি নিয়ে অশ্লীলতা দমন কমিটির সংবাদ সম্মেলন
সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজারে ১২ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে অশ্লীলতা দমন কমিটি (অদক)।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার শহরের মামার বাড়ি রেস্তোরাঁ হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অশ্লীলতা দমন কমিটি (অদক) এর সভাপতি মুফতি তাফাজ্জুল ইসলাম আরাবী।
লিখিত বক্তব্যে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে বলেন, আপনারা জাতির বিবেক। একটি সুস্থ ও সাবলিল সমাজ বিনির্মাণে আপনাদের অবদান অসামান্য। বলা হয়ে থাকে- সংবাদপত্র হচ্ছে জনগণের আদালত। আর আপনারা হচ্ছেন সেই আদালতে মূল কারিগর। সুতরাং সমাজের প্রতি আপনাদের দায়িত্ব ও দায়বদ্ধতা অপরিসীম।
তিনি আরো বলেন, আপনায় জেনে খুশি হবেন যে, বিগত ০৮/১২/২০২৪ ইং এই হলরুমে মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলা থেকে আগত এক ঝাঁক তরুণ-যুবকদের সমন্বয়ে সমাজের সকল প্রকার অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মুফতি তাফাজ্জুল ইসলাম আরাবীকে সভাপতি এবং আব্দুল মুকিত তালুকদারকে সেক্রেটারী মনোনীত করে ১১৫ সদস্যবিশিষ্ট অশ্লীলতা দমন কমিটি (অদক) গঠন করা হয়। আমি উক্ত কমিটির সভাপতি হিসেবে সংগঠনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে স্থানীয় প্রসাশনের কাছে ১২ দফা দাবি পেশ করছি।
সংবাদ সম্মেলনে পঠিত ১২ দফা দাবিগুলো হচ্ছে- (১) উরুসের নামে বিভিন্ন মাজারে গান-বাজনা, উচ্চ শব্দে মাইক ব্যবহার করে নর্তকী ভাড়া করে পান গাওয়ানো সহ সকল অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ সম্পূর্ণরুপে বন্ধ করতে হবে। (২) শহরে এবং শহরের বাহিরে অবস্থিত পার্ক, রিসোর্ট ও দর্শনীয় স্থানে সকল প্রকার অশ্লীলতা ও অসামাজিক কর্মকান্ড বন্ধ করতে হবে। (৩) শহরের ভিতরেযেসব আবাসিক হোটেল ও রেস্তোরাঁ রয়েছে সেগুলোতে ঝটিকা অভিযান করে অনৈতিক কাজ বন্ধ করতে হবে। (৪) ট্রান্স জেন্ডার, সমকামীতা, লীভ টুগেদার ইত্যাদি অশ্লীল ও অনৈতিক কর্মকান্ড আইন করে নিষিদ্ধ করতে হবে। (৫) সকল প্রকার অশ্লীল বিলবোর্ড, পোস্টার ও অশ্লীল বিজ্ঞাপন অপসারণ করতে হবে। (৬) বিভিন্ন দিবসকে উপলক্ষ্য করে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মেলা বসিয়ে জুয়ার আসর, মদ-গাঁজা সেবন করা এবং অশ্লীল গান ও নৃত্য করা বন্ধ করতে হবে। (৭) স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড অপসংস্কৃতি ও প্রেম ভালোবাসার নামে সকল প্রকার বেহায়াপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। (৮) অশ্লীল বইপত্র, ম্যাগাজিন, ফেস্টুন, প্লে-কার্ড ইত্যাদি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। (৯) সিনেমা, নাটক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটক কন্টেন ক্রিয়েশন এবং বিনোদনের নামে তৈরী করা যৌন সুড়সুড়ি মূলক অসামাজিক ভিডিও ধারণ এবং প্রচারণা বন্ধ করতে হবে। (১০) দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল প্রকার অশ্লীল পর্নোগ্রাফী সাইট স্থায়ীভাবে বন্ধ করতে হবে। (১১) সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক উৎকর্ষ সাধনে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং (১২) প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যাত্রাগান সহ সকল অশ্লীল আয়োজনের অনুমোদন প্রদান বন্ধ করতে হবে।
এসময় অশ্লীলতা দমন কমিটি (অদক) এর সেক্রেটারি আব্দুল মুকিত তালুকদার, সহ-সভাপতি হাফেজ রুমেন আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল আজীজ তরফদার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সায়েমী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোক্তাদির হোসাইন, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল আ'লা মোঃ মওদুদ, মিডিয়া বিষয়ক সম্পাদক সৈয়দ রুহুল আমীন, সাংস্কৃতিক সম্পাদক বদরুল আমীন চৌধুরী সুফী সহ জেলা শহরে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.