আজ বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু 

editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ০৬:০৪ অপরাহ্ণ
কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

Sharing is caring!

আকরাম হোসেন হিরন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় এক স্কুল প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত সাইফুল ইসলাম ফারুক (৬০), কাপাসিয়া উপজেলার পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি কাপাসিয়া উপজেলা মৈশন  গ্রামের সুলতান উদ্দিন মুক্তারের ছেলে।
রোববার ২৯ ডিসেম্বর দুপুর ১:৩০ মিনিটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মহাসড়কের উত্তর খামের ধলাগর ব্রিজ নামক স্থানে তার মৃত্যু হয়েছে।
নিহতদের ভাই, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক নুরুল ইসলাম ফরিদ জানান, আজ দুপুরে আমার ভাই মটর সাইকেল যোগে স্কুল থেকে বাড়ী ফেরার পথে মহাসড়কের কাপাসিয়ার ধলাগর নামক স্থানে একটি অনন্য পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃকামাল হোসেন বলেন অনন্যা পরিবহনের   চাপায় শিক্ষকের মৃত্যু হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে ।