প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ৩:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ণ
গাঁদাফুল প্রকৃতির অলঙ্কার
মো.আফজল হোসেইন, শ্রীমঙ্গল থেকে,
গাঁদাফুল বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে একটি জনপ্রিয় ফুল।এর সুন্দর রঙ সহজ চাষাবাদ এবং বহুমুখী ব্যবহারের কারণে সবার কাছেই প্রিয়।গাঁদা ফুল প্রায়শই পূজা, ধর্মীয়,সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করা হয়।বাগান সাজাতে ও বাসা-বাড়িতে সৌন্দর্যবর্ধনে ও বিভিন্ন সাজসজ্জায় গাঁদাফুল ব্যবহৃত হয়। গাঁদা ফুলে অনেক ঔষধি গুন আছে। এটি ত্বকের রোগ, চুলের সমস্যা এবং অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। গাঁদা ফুলের পাতা এবং ফুল কিছু ধরনের কীটনাশক হিসেবে কাজ করে।
গাঁদা ফুলের বিভিন্ন প্রকারভেদ আছে। সাধারণত দুই ধরণের গাঁদা ফুল দেখা যায়।
আফ্রিকান গাঁদা - এই ধরনের গাঁদা ফুল বড় আকারের এবং উজ্জ্বল রঙের হয়।এগুলো মূলত বাগান সাজাতে ব্যবহৃত হয়। ফরাসি গাঁদা - এই ধরনের গাঁদা ফুল আকারে ছোট ও বিভিন্ন রঙের হয় এগুলো গৃহসজ্জা ও ফুলদানিতে রাখার জন্য উপযোগী।গাঁদা ফুল চাষাবাদ করা খুব সহজ। এটি যে কোন ধরনের মাটিতেই ভালো হয়। তবে ভালো জৈব সারযুক্ত মাটিতে গাঁদা ফুল আরো ভালো হয়। গাঁদা ফুলের বীজ বসিয়ে বা চারা রোপণ করে এটি চাষ করা যায়। গাঁদা ফুল সূর্যের আলো পছন্দ করে। তাই এটি খোলা জায়গায় চাষ করা উত্তম।
বাংলাদেশের বেশ কিছু অঞ্চলেই গাঁদা ফুলের চাষ হয়। তবে কিছু নির্দিষ্ট এলাকা আছে যেখানে গাঁদা ফুলের চাষ বাণিজ্যিকভাবে বেশি হয়।
যশোরের গদখালী, ঝিকরগাছা এলাকা গাঁদা চাষের জন্য বিখ্যাত। এই এলাকায় বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজাতির গাঁদা ফুল চাষ করা হয়।ঝিনাইদহ, চুয়াডাঙ্গা,গাজীপুর, ঢাকার সাভার এলাকায় গাঁদা ফুলের চাষ বেশি হয়।এইসব এলাকার মাটি ও আবহাওয়া গাঁদা ফুলের চাষের উপযোগী।
সাধারণত আমরা হলুদ ও কমলা রঙের গাঁদা ফুল দেখতে অভ্যস্ত হলেও, এর রঙের পালেট অনেক বেশি বিস্তৃত।গাঁদা ফুলের সাধারণত ৪ টি রঙের হয় হলুদ কমলা,লাল,সাদা। এছাড়াও, গাঁদা ফুলের বিভিন্ন প্রজাতির সংকরায়নের মাধ্যমে অনেক নতুন রঙের গাঁদা ফুল তৈরি করা হয়েছে। যেমন: মেরুন ও হলুদ রঙের মিশ্রণে জাম্বো রঙের গাঁদা ফুল পাওয়া যায়।বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের সংকরায়নের মাধ্যমে অনেক নতুন রঙের হাইব্রিড গাঁদা ফুল তৈরি করা হয়।
শ্রীমঙ্গলের জননী নার্সারির মালিক মো. আলামিন, যিনি দীর্ঘদিন ধরে গাছগাছালার চাষাবাদে নিযুক্ত, গাঁদা ফুলের পরিচর্যা সম্পর্কে তিনি বলেন, গাঁদা ফুলের সুন্দর বাগান গড়তে সঠিক পরিচর্যা অত্যন্ত জরুরি। গাঁদা ফুলের জন্য ভালো নিষ্কাশন ব্যবস্থাযুক্ত, পুষ্টিকর মাটি প্রয়োজন। গাঁদা ফুল সূর্যের আলো পছন্দ করে। তাই এমন জায়গায় রোপণ করুন যেখানে সারাদিন সূর্যের আলো পড়বে। মাটি সবসময় ভেজা রাখতে হবে কিন্তু পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত সার দেওয়া গাঁদা ফুলের জন্য উপকারী। জৈব সার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে।রোগবালাই হলে উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.