প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে শাহ্ মোস্তফা একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ
সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজার ইসলামিক সোসাইটি পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ মোস্তফা একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে একাডেমীর প্রিন্সিপাল মু. ইয়ামীর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের প্রফেসর অধ্যক্ষ ড. অধ্যক্ষ আবু ইউসুফ মো: শেরউজ্জামান।
একাডেমীর সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবি ও সাংবাদিক মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজের প্রিন্সিপাল প্রফেসর মামুনুর রশীদ, মৌলভীবাজার ইসলামীক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, মৌলভীবাজার সরকারী কলেজের শাহ্ আব্দুল ওয়াদুদ, সাবেক ভাইস প্রিন্সিপাল ফয়েজ আহমদ।
বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন একাডেমীর ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আলাউদ্দিন শাহ, ছড়াকার আবদাল মাহবুব কোরেশী, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব দেওয়ান পারওয়াজ আহমদ চৌধুরী, মাসিক সুরজাহান সম্পাদক শাহ্ মোহাম্মদ মাসুক ও অভিভাবক তাসলিমা বেগম প্রমুখ।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি সুফি চৌধুরী, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সামিউল আলিম শাহী, তানিশা জান্নাত, আহসান ইব্রাহীম জিদান, হালিমাতুস সাদিয়া সায়মা, সিরাজাম মুনিরা ও ইউসুফ ইব্রাহিম জিয়াদ প্রমুখ। অর্থসহ সূরাতুল ফাতেহা তেলাওয়াত করেন মোঃ আব্দুল হাদী আমিন।
প্রতিষ্ঠানে সর্বোচ্চ উপস্থিতি ক্রেস্ট, বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার, প্রতি ক্লাসে এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরষ্কার ও শ্রেষ্ঠ শিক্ষক ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বৎসরের শেষ দিবসে মনোমুগ্ধকর পুরো অনুষ্ঠানটি বরেণ্য শিক্ষাবিদদের মিলন মেলায় পরিণত হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.