প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৯:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
মৌলভীবাজারে ৪ আগষ্ট নির্যাতিত সাংবাদিক সংগঠনের কমিটি গঠন- আহবায়ক: মশাহিদ, সদস্য সচিব: কাঁকন
সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজারে গত ৪ আগষ্ট গণঅভ্যত্থানে নির্যাতিত, নিপীড়িত ও নানাভাবে ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে “৪ আগষ্ট নির্যাতিত সাংবাদিক সংগঠন, মৌলভীবাজার” এর এডহক (আহবায়ক) কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় শহরের আরএস কায়রান হোটেলে গণঅভ্যত্থানে নির্যাতিত সাংবাদিকদের এক সভা সাংবাদিক মোঃ মশাহিদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতভাবে দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বাণীর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ মশাহিদ আহমদকে আহবায়ক এবং নাগরিক টিভি ও দৈনিক ভোরের পাতার মৌলভীবাজার জেলা প্রতিনিধি এ.এস কাঁকনকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট এডহক (আহবায়ক) কমিটি গঠন করা হয়।
সভায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিয়ে সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষমতাসীন ক্যাডারদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন ও জান-মালের ক্ষতিগ্রস্থ হয়েছেন এই ধরনের নির্যাতিত, ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা, যাতে তারা যথাযথ বিচার ও ক্ষতিপূরণ পায়, একইসাথে অর্ন্তবর্তী সরকার এবং ভবিষ্যতের যেকোনো সরকারের সময় পেশাগত কাজের জন্য নিপীড়নের শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ানো, নির্যাতিত সাংবাদিকদের ন্যায়বিচার নিশ্চিতে কাজ করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.