প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
ইংরেজি নববর্ষ ২০২৫কে স্বাগত জানিয়ে বাংলাদেশ পোয়েটস ক্লাবের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত
সালেহ আহমদ (স'লিপক):
কবিতা পাঠ ও গান পরিবেশনার মাধ্যমে ইংরেজি নববর্ষ ২০২৫কে স্বাগত জানিয়ে বাংলাদেশ পোয়েটস ক্লাবের ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত সময়ে অনলাইনে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা জেলা ও বিভাগীয় সভাপতি কবি আতাউল ইসলাম সবুজের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাব এর চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বাংলাদেশ পোয়েটস ক্লাব চট্টগ্রাম জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কবি আবদুল্লাহ আল মামুনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সার্ক কালচারাল সোসাইটির বাংলাদেশ সভাপতি এটিএম মমতাজুল করিম।
ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে কবিতা পাঠ করেন বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা জেলা ও বিভাগীয় সাধারণ সম্পাদক কবি সুবর্ণা অধিকারী, কবি হৃষীকেশ শংকর রায়, কবি তাপসী ভট্টাচার্য্য, কবি মোহাম্মদ আল্লারাখা, কবি ফারুক আল্ ফয়সাল, কবি মোঃ সোহেল দুখাই, কবি এসএ মহসিন আলী, কবি মুর্শিদা ভূইয়া মীরা, কবি দেবদাস হালদার, গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার, সাংবাদিক জহির জাহাঙ্গীর প্রমুখ।
গান পরিবেশন করেন বিশিষ্ট কন্ঠশিল্পী ফেরদৌসী দিনার, কন্ঠশিল্পী মাহতাবউদ্দিন এবং কন্ঠশিল্পী শফিকুল ইসলাম স্বপন প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.