প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৯:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর সভাপতির বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ফোজুল আজিম এর প্রবাস গমণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
বুধবার (১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার পদুয়ায় ফাউন্ডেশন'র নিজ কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাজফুজুর রহমান, সহ সভাপতি মোর্শেদুল আলম, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান রানা, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহাদ চৌধুরী, ওমান প্রবাসী শাখার সমাজকল্যাণ সম্পাদক বেলাল উদ্দিন সানি, কাতার প্রবাসী শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান নিশান, লোহাগাড়া সদর ইউনিয়ন প্রতিনিধি এস.এম চিশতী, পদুয়া ইউনিয়ন প্রতিনিধি শরীফুল ইসলাম, সাহাব উদ্দিন প্রমুখ।
বিদায়কালে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ফৌজুল আজিম বলেন, দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্বে ছিলাম, চেষ্টা করেছি, ফাউন্ডেশনের আমানত সততার সহিত অসহায় মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার চেস্টা করেছি। আমিও মানুষ আমার ভুল থাকতে পারে, আমার অনাকাঙ্ক্ষিত ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বক্তব্যে তিনি আরও বলেন, এ মানবিক ফাউন্ডেশনকে পরিবারের চেয়েও বেশি ভালবাসতে হবে। আপনার উপর অর্পিত দায়িত্ব সবার আমানত। তাই সাংগঠনিক বিষয়ে নিরলস কাজ করে যেতে হবে। কখনও কোন বিষয়ে বিরক্তবোধ করা যাবেনা। মানবিক কাজের তৃপ্তি তখনই অনুভব করতে পারবেন, যখন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সেবা করার জন্য নিজের মনে থেকে মনমানসিকতা সৃষ্টি হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.