filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 31;
Sharing is caring!
আকরাম হোসেন হিরন, কাপাসিয়া প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া হরিমম্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকাদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২রা জানুয়ারি সকাল ১১:৫৫ মিনিটে উপজেলার বাউরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলেরখেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৩ – ০ গোলে বিজয়ী হয়েছে।
একই মাঠে দুপুর ১২:৩০ মিনিটে উপজেলার কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম টোক আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলের খেলা অনুষ্ঠিত হয়।খেলায় কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৩–০ গোলে
বিজয়ী হয়েছে।
ভুলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান রেফারি নজরুল ইসলাম বলেন,সকাল ১১:৫৫ মিনিটে শুরু হয়। খেলায় দুই দলেই এগারো জন করে খেলোয়ার অংশগ্রহণ করেছে। প্রথম পর্যায়ে রেফারি ছিলেন রেজাউল করীম প্রধান, সহকারী রেফারী সাইফুল ইসলাম ও সহকারি রেফারি গোলাম কিবরিয়া। দ্বিতীয় পর্যায়ে রেফারী ছিলেন নজরুল ইসলাম, সহকারী রেফারী মোফাজ্জল হায়দার ও সহকারী রেফারি তুষার কান্ত সরকার।
কাপাসিয়ায় ১৭৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে হরিমন্জুরী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত সহকারী শিক্ষা অফিসারগণ ও বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ, অবিভাবক ও ছাত্রছাত্রী।
কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, তোমরা খেলতে এসেছো, খেলবে। ভালো করে খেলা করবে। কিন্তু খেলায় একে অপরের সাথে কোনো ধরনের প্রতিহিংসা মূলক আচরণ করা যাবেনা। জয় ও পরাজয় মেনে নেওয়ায় মানসিকতা ধারন করে খেলতে হবে।
উপজেলা পর্যায়ে এই খান থেকে বিজয়ী দলগুলোকে গাজীপুর জেলায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে, জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।