প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৯:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৫, ১:৫০ অপরাহ্ণ
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠনে গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় কার্যালয়ের এজিএম শুভাশীষ চক্রবর্তী।
গ্রন্থাগারের পাঠক ফোরাম সভাপতি দেবাশীষ দাশ রতনের সঞ্চালনায় সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, খ্যতিমান শিক্ষক ও বরেণ্য ব্যক্তিত্ব রবীন্দ্র চন্দ্র দাস স্মরণে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
বিশেষ অতিথি ছিলেন দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তনুজ রায়, ইউসিবি ব্যাংক নবীগঞ্জ শাখার ম্যানেজার মোহিত ভট্টাচার্য, নবীগঞ্জ গণপাঠাগারের গ্রন্থাগারিক সুভাষ চন্দ্র দাশ, নবীগঞ্জ উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বণিক, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রণব দেব, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক আসাদ ইকবাল সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান।
সভায় অন্যান্যের মাঝে কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাশ, পল্লী চিকিৎসক রিন্টু দাশ, কাজল দাশ, পার্থ দাশ গ্রন্থাগার কর্মী প্রান্ত দাশ, দীপ দাশ, শাওন দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, আলোকিত মানুষ তৈরিতে গ্রন্থাগারের বিকল্প কিছু নেই। সবুজ শ্যামল গাঁয়ে এমন সমৃদ্ধ গ্রন্থাগার শুধু পাঠকের পাঠের চাহিদাই পূরণ করবে না। বইয়ের প্রতি পাঠককে মানসিকভাবে উজ্জীবিত করবে এর পরিবেশ। আলোকিত মানুষ তৈরিতে গ্রন্থাগারের বিকল্প নেই। সবার উচিত এমন সমৃদ্ধ গ্রন্থাগারে এসে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করা। আজকের শিক্ষার্থীরা আগামীদিনের বাংলাদেশ গড়ার সৈনিক। তাই ছাত্রছাত্রীরা নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৪জন ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৭জন মোট ৩১জন শিক্ষার্থীদের সংবর্ধনা, বই উপহার ও স্মারক সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.