প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৬:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ১:৪৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান প্রচারে রেডিও অনুষ্ঠান ‘সমাধান কথা’ অনুষ্ঠিত
সালেহ আহমদ (স'লিপক):
কমিউনিটি মিডিয়ার মাধ্যমে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান প্রচারে রেডিও অনুষ্ঠান ‘সমাধান কথা' অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া এলাকায় (প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া) কমিউনিটি মিডিয়ার মাধ্যমে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান প্রচারে রেডিও অনুষ্ঠান ‘সমাধান কথা' অনুষ্ঠিত হয়। ‘সমাধান কথা' অনুষ্ঠানের এবারের বিষয় ছিলো শিশুর চিন্তা, বুদ্ধি ও মানবিক বিকাশে শিক্ষা।
রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মোঃ জিল্লুর রহমান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব।
অনুষ্ঠানের শুরুতে শিশুর চিন্তা, বুদ্ধি ও মানবিক বিকাশে শিক্ষা নিয়ে একটি প্রতিবেদন শুনানো হয়। প্রতিবেদনের উপর ভিত্তিকরে অতিথিরা তাদের মতামত ব্যক্ত করেন। পরে মাইজপাড়া এলাকার জনসাধারণ সরাসরি অতিথিদের শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। আলোচনা শেষে চারজন অতিথি মাইজপাড়া এলাকার জনসাধারণকে চারটি প্রতিশ্রুতি দেন এবং এসব সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, প্রোগ্রাম প্রডিউসার আল-আমীন, নিউজ প্রডিউসার পলি রানী দেবনাথ, অনুষ্ঠান প্রযোজক পিংকি রানী দাস, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধর, অফিস সহকারী আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এ পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। বর্তমান বিশ্বে যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত। বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার অগ্রযাত্রার ফলেই পৃথিবী দ্রুত উন্নতির দিকে এগিয়ে চলছে। তাই কর্মমুখী শিক্ষা উন্নতি ও উন্নয়নের জন্য অপরিহার্য। দেশকে দ্রুত উন্নতি ও সমৃদ্ধির পথে নিতে হলে বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষার প্রসার একান্ত জরুরি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.