প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ১:৪৭ অপরাহ্ণ
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এর মাসিক সভা অনুষ্ঠিত
উৎফল বড়ুয়া
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের আওতাধীনস্থ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এর নিয়মিত মাসিক সভা সোমবার, ৪ নভেম্বর, দামপাড়াস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয় গাফ্ফার মেনশনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ।
বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা পিডিজি লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ। সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন।
ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন মো. শওকত হাসান খান, ডিস্ট্রিক্ট জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, জোনাল এডভাইজার আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন শিবুল সেন, কর্ণফুলী ক্রাউন প্রেসিডেন্ট লায়ন জয়দেব চন্দ্র দাশ ভাইস প্রসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, সার্বিস চেয়ারপারসন মোহাম্মদ জাহিদ হোসাইন, ট্রেজারার মো. শহিদুল ইসলাম শহীদ, লায়ন হাবিবুর রহমান, লায়ন রফিকুল হক, লায়ন রতন সেন, লায়ন আনোয়ারা বেগম, লায়ন উম্মে হাবিবা, লায়ন আনহার বিনতে ইউনুছ, লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও আজমাইন সাদমান, লিও ইখলাস উদ্দিন আকিল প্রমূখ।
সভায় প্রধান অতিথি লায়ন কামরুজ্জামান লিটন অক্টোবর সার্ভিসে ক্লাবের সেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এধারা অব্যাহত রাখার পরামর্শ দেন। এছাড়া আগামী ২৩ নভেম্বর ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, লায়ন সেতারা গাফ্ফারকে সিএলএফ পরিচালক পদ ক্লাবের ক্লাবের পক্ষ থেকে মনোনয়নসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মত ভাবে গৃহীত হয় এবং লায়ন রোকেয়া হক, লায়ন প্রকৌশলী তৌফিকুর রহমান, লায়ন রতন সেনের ছোট ভাইয়ের রোগমুক্তি কামনায় প্রার্থনা করা হয়।।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.