Sharing is caring!
রবিউল ইসলাম রবি শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে সরকার কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কেন্দ্রের (ওএমএস) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি( শিবগঞ্জ উপজেলা সদরের শিশুপার্ক ও বগিলাগাড়ী এলাকায় পৃথক দুটি স্থানে এ বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু, রুপসি ফ্লাওয়ার, রাইস এন্ড পুষ্টি মিলের সিনিয়র জিএম জাহাঙ্গীর হোসেন, জিএম শাহাদাত হোসেন, জিএম আমিরুল ইসলাম, ডিলার ফয়সাল হোসেন প্রমুখ।
এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু বলেন, খোলা বাজারে চাল ও আটা সপ্তাহে ৫ দিন নির্ধারিত মূল্যে এই কেন্দ্র দুটিতে বিক্রয় করা হইবে। খাদ্যপণ্য মূল্য নিয়ন্ত্রণে খোলা বাজারে সরকারি চাল ও আটা বিক্রির এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।