আজ বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জৈন্তাপুরে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ; শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ০৫:৪২ অপরাহ্ণ
জৈন্তাপুরে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ; শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে

Sharing is caring!

উৎফল বড়ুয়া, সিলেট
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও সমাজসেবক জাবেদ আহমদের সহায়তায় সিলেটের জৈন্তাপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার দিগারাইল গ্রামে শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল। এসময় উপস্থিত ছিলেন, আল হেরা ডিজিটাল আইটির পরিচালক জুবায়ের আহমদ, সমাজকর্মী আব্দুস সোবহান, বিশিষ্ট মুরুব্বি রহমত আলী, মো: নিজাম উদ্দিন, সায়েদ আহমদ, আবু বকর, আহমদ আলী প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন,প্রবাসীরা বিদেশের মাটিতে থাকলেও দেশের মানুষের প্রতি তাদের অগাধ ভালোবাসা রয়েছে।তারা সব সময় আমাদের পাশে দাঁড়িয়ে সহায়তা করেন।
বক্তারা বলেন,শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।পরে সকলকে নিয়ে দোয়া পরিচালনা করেন দিগারাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ এনামুল হাসান।