আজ শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন:সভাপতি মাজহারুল,সেক্রেটারি রাজ্জাক

editor
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ০৭:০১ অপরাহ্ণ
টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন:সভাপতি মাজহারুল,সেক্রেটারি রাজ্জাক

Sharing is caring!

এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির টাঙ্গাইল জেলা শাখা সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫ সেশনের সভাপতি হিসেবে মো.মাজহারুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে আব্দুল রাজ্জাক নির্বাচিত হয়েছেন,আলহামদুলিল্লাহ।
বুধবার(০৯ জানুয়ারী) সকাল ৯.০০ টায় সংগঠনের জেলা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ মেহমান উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ ,ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ,কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এ সময়  ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলা সাবেক  সভাপতি ড.আব্দুল জলিল, সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সদ্য সাবেক জেলা সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ,টাঙ্গাইল শহর সদ্য সাবেক সভাপতি মামুন আব্দুল্লাহসহ সংগঠনের শহর ও জেলা শাখার শপথের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এদিকে নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে অতিথিরা তাদের দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য-২০২৫ সেশন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টাংগইল শহর শাখা ও জেলা শাখা একত্রিত করে জেলা শাখা নামকরণ করা হয়।এর আগে শহর শাখা কেন্দ্রীয় নিয়ন্ত্রিত সদস্য শাখা ছিল।এই  দুটি শাখা একত্রিত করায় যৌক্তিক সিদ্ধান্তকে সাধুবাদ জানান টাংগাইলের ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেত্ববৃন্দ