Sharing is caring!
মোঃ ওবায়দুল হক মিলন,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওর অংশের কাষ্টংগা বিলের ইজারাদার আতাউর রহমান কর্তৃক হাওরের কৃষকদের নির্মিত বাঁধ কেটে মাছ শিকার করায় পানি সংকটে পড়ে প্রায় দেড় হাজার একর বোরো জমি, পানি না পেলে কৃষকদের ফসল না পাওয়ার আশংকা রয়েছে।
হাওরের কৃষকেরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও কৃষকদের উদ্যোগে ইউনিয়নের লালপুর থেকে কাষ্টংগা বিলেরপাড় হয়ে দক্ষিণে স্কীম জমি পর্যন্ত বেড়িবাঁধ সংস্কার করা হয়েছিল। গত ২/৩ দিন আগে থেকে কাষ্টংগা বিলের প্রভাবশালী ইজারাদার আতাউর রহমান কর্তৃক বিভিন্ন স্থানে বেড়িবাঁধ কেটে বিলের পানি শুঁকিয়ে মাছ শিকার করছে। এতে হাওরের প্রায় দেড় হাজার একর বোরো জমির ফসল নষ্ট হওয়ার আশংকা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এসব জমির রোপনকৃত ধান নষ্ট হওয়ার হাত থেকে রক্ষায় হাওরের কৃষকদের উদ্যোগে দেখার হাওরের কাষ্টংগা বিলেরপাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে খাগোড়া গ্রামের, মোল্লাপাড়া, সরইবন্দ গ্রামের, জায়ফরপুর, মৌকলা, মনোহরপুর, ভল্লবপুর গ্রামের, রমেশ্বরপুর, ফতেহপুর, লালপুর, পলিচর, মঙ্গলপুর গ্রামের, করিমপুর, সোনাপুর, নতুননগর প্রভৃতি গ্রামের কৃষকেরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন।
হাওর আন্দোলন নেতা বিজন সেন রায় বলেন আমরা কৃষকদের কথা শোনেছি, সরজমিনে দেখেছি দের হাজার একর জমির ধান নষ্ট হবার আশংকা রয়েছে। বিলের পানি মাঘ মাসে ছাড়লে এমন ক্ষতির আশংকা থাকতো না, যদি কোন কারণে পানির অভাবে হাওরের রোপনকৃত ফসল নষ্ট হয় তাহলে ছাড় দেওয়া হবেনা, প্রয়োজনে কৃষকদের নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন বলেন পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন যে ভাবে প্রতি বছর কৃষকদের নিয়ে তামাশা করে তেমনি বিল ইজারাদাররা করছে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি কৃষকদের ফসল নষ্ট হয় কারো ব্যক্তিগত লাভের কারনে তাহলে আমরা ছাড় দিবোনা।
মানববন্ধনে বিভিন্ন গ্রামের কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কৃষক নুর হোসেন, কৃষক আনোয়ার হোসেন, কৃষক ছলিম উল্লাহ, কৃষক আরশ আলী, কৃষক ওয়ারিছ আলী, কৃষক মফিজ আলী, কৃষক মনির উদ্দিন, কৃষক নুর উদ্দিন, কৃষক আলা উদ্দিন সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ শহরের নতুন হাছননগরের ইজারাদার আতাউর রহমান কর্তৃক জোরপূর্বক অন্যায়ভাবে আমাদের নির্মিত বেড়িবাঁধ কেটে কাষ্টংগা বিলের মাছ শিকার করতে অসময়ে বিলের পানি ছেড়ে দিয়ে জমিতে চাষাবাদ করতে পানি সংকটে ফেলেছে। এই কারণে হাওরের প্রায় দেড় হাজার একর জমির ধান পানির অভাবে নষ্ট হওয়ার এমন আশংকা আমাদের। আতাউর রহমানের এহেন কার্যকলাপ দ্রুত বন্ধে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি সহ সুষ্টু তদন্তপূর্বক ন্যায় বিচার চাই।